অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে

Posted On: 11 APR 2022 5:10PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২২

 

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে “ই-বিসিএএস প্রকল্প”-এর বিষয় নিয়ে আলোচনা করা হয়। 

এই বিষয় সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া বলেন, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) জাতীয় অসামরিক বিমান চলাচল নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচি প্রতিষ্ঠা, বিকাশসাধন, কার্যকরী, রক্ষণাবেক্ষণ এবং পর্যালোচনা করে থাকে। এটি বিমানের নিরাপত্তা, দক্ষতা ও নিয়মানুবর্তিতা বিবেচনা করে বেআইনি হস্তক্ষেপ এবং হুমকির বিরুদ্ধে অসামরিক বিমান চলাচলের কাজকর্মকে রক্ষা করে। এই ব্যবস্থাপনাকে এখন ই-বিসিএএস প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হচ্ছে। অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলির স্বয়ংক্রিয়তার জন্য ই-গভর্নেন্সের অধীনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমস্ত পক্ষের সুবিধার্থে এটি অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এতে সমস্ত কাজকর্মে স্বচ্ছতা বজায় থাকবে, ভালোভাবে ব্যবহার করা সম্ভব হবে এবং আরও দক্ষ হয়ে উঠবে। 

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ই-সহজ মডিউল’-এর আওতায় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হবে। ই-ট্রেনিং মডিউলের আওতায় বিমান চলাচল সংক্রান্ত নিরাপত্তা প্রশিক্ষণ ও শংসাপত্রের জন্য ১৬টি প্রশিক্ষণ পাঠক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, বায়োমেট্রিক অ্যারোড্রোম এন্ট্রি পারমিট এবং যানবাহন প্রবেশের অনুমতির জন্য অনলাইন ব্যবস্থাপনা হিসেবে সেন্ট্রালাইজ অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম (সিএসিএস) নিয়ে আসা হচ্ছে। এটি অনুমোদিত সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করবে এবং বিমানবন্দরগুলিতে যানবাহনের প্রবেশের অনুমতি দেবে। ই-নিরাপত্তা কর্মসূচি হল নিরাপত্তা সংক্রান্ত অনুমোদনের জন্য এক জানলা ব্যবস্থাপনা। ই-কোয়ালিটি কন্ট্রোল মডিউল নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অডিট এবং বিমানবন্দরের নিরাপত্তার কাজ দেখভাল করবে। চলতি বছরের জুনের মধ্যে ই-নিরাপত্তা মডিউলটি চালু করার সম্ভাবনা রয়েছে। এবছরের আগস্টের মধ্যে ই-কোয়ালিটি কন্ট্রোল কর্মসূচিটি চালু করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিনের বৈঠকে সাংসদ সদস্যরা বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বৈঠকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অবসর প্রাপ্ত জেনারেল ডঃ ভি কে সিং, অসামরিক বিমান চলাচল মন্ত্রকের সচিব শ্রী রাজীব বনসল এবং মন্ত্রক, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ, ডিজিসিএ-এর অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

CG/SS/SKD/


(Release ID: 1815814) Visitor Counter : 174