আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

প্রত্যকে পরিবারে শৌচাগার ও সম্প্রদায় /জনসাধারণের ব্যবহৃত শৌচালয় নির্মাণের মাধ্যমে উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধের ১০০ শতাংশ লক্ষ্য অর্জনের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে স্বচ্ছ ভারত মিশন – শহরাঞ্চলের সূচনা করা হয়

Posted On: 07 APR 2022 1:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২২
 
প্রত্যকে পরিবারে শৌচাগার ও সম্প্রদায় /জনসাধারণের ব্যবহৃত শৌচালয় নির্মাণের মাধ্যমে উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধের ১০০ শতাংশ লক্ষ্য অর্জনের প্রাথমিক উদ্দেশ্যে ২০১৪ সালের দোসরা অক্টবর দেশের সকল শহরে স্বচ্ছ ভারত মিশন – শহরাঞ্চলের সূচনা করা হয়। এই মিশনের মেয়াদ ছিল ২০২১ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তীতে, ২০২১ সালের পয়লা অক্টোবর দ্বিতীয় পর্যায়ে স্বচ্ছ ভারত মিশন – শহরাঞ্চল চালু করা হয়। এই মিশনের আওতায় এ পর্যন্ত ৬২.৬৫ লক্ষ পারিবারে শৌচাগার এবং ৬.২১ লক্ষ সম্প্রদায়/জনসাধারণের ব্যবহৃত শৌচালয় নির্মাণ করা হয়েছে। রাজ্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে যথাযথভাবে অনুমোদন এবং স্বচ্ছ ভারত মিশন – শহরাঞ্চলের নির্দেশিকা অনুসারে সঠিক প্রস্তাব পাওয়ার পর রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গকে পারিবার ভিত্তিক শৌচাগার নির্মাণে ১৯১.১৪ এবং সম্প্রদায়/জনসাধারণের ব্যবহৃত শৌচালয় নির্মাণের জন্য ৮.২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর। 
 
CG/SS/SB


(Release ID: 1814636) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Manipuri , Tamil