স্বরাষ্ট্র মন্ত্রক

সাইবার নিরাপত্তার জন্য অত্যাধুনিক কেন্দ্র

Posted On: 06 APR 2022 4:36PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৬ এপ্রিল,  ২০২২

 

ভারতীয় সংবিধানের সপ্তম তপশিল অনুসারে পুলিশ এবং 'পাবলিক অর্ডার' হল রাজ্যের বিষয় । সাইবার অপরাধের মোকাবিলা করার জন্য প্রাথমিকভাবে পর্যাপ্ত পরিকাঠামোগত সুবিধার ব্যবস্থা, অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম, কর্মী ও পুলিশ কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে দায়িত্ব বর্তায় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপর। কেন্দ্রীয় সরকার আইন প্রয়োগকারী সংস্থা(এলইএ) গুলির ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারগুলিকে সাহায্য করে থাকে । 

সাইবার অপরাধ মোকাবিলা করার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে । দেশে সমস্ত ধরণের সাইবার অপরাধ মোকাবিলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক ‘ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ তৈরি করেছে । এর অঙ্গ হিসেবে নতুন দিল্লির দ্বারকায় দেশীয় প্রযুক্তিতে জাতীয় সাইবার ফরেন্সিক পরীক্ষাগার তৈরি করা হয়েছে, যাতে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অধীনে থানায় তদন্তকারী আধিকারিকদের দ্রুততার সঙ্গে সাইবার ফরেন্সিক সহায়তা দেওয়া যায় । এই ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের আওতায় ‘সিওয়াইট্রেন’ শীর্ষক পোর্টাল তৈরি করা হয়েছে । সাইবার অপরাধের তদন্ত, ফরেন্সিক, প্রসিকিউশন ইত্যাদি ক্ষেত্রে পুলিশ আধিকারিক/তদন্তকারী আধিকারিকদের দক্ষতা বৃদ্ধির জন্য এখানে অনলাইন পাঠ্যক্রম চালু করা হয়েছে । ইতিমধ্যেই রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে ১২,৫০০-র বেশি পুলিশ আধিকারিক এতে নাম নথিভুক্ত করেছেন এবং এই পোর্টালের মাধ্যমে ৩০৫০টির বেশি শংসাপত্র দেওয়া হয়েছে । পাশাপাশি ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের অঙ্গ হিসেবে www.cybercrime.gov.in  নামে একটি জাতীয় সাইবার ক্রাইম অভিযোগ দায়ের পোর্টালের সূচনা করা হয়েছে । এমনকি এই ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের আওতায় আর্থিক জালিয়াতির বিরুদ্ধে নাগরিকদের অভিযোগ জানানো ও পরিচালন ব্যবস্থাপনার সূচনা করা হয়েছে । এমনকি সাইবার অপরাধ মোকাবিলায় ৭টি যৌথ সমন্বয়কারী দল গঠন করা হয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রক ‘পুলিশের আধুনিকীকরণের জন্য রাজ্যগুলিকে সহায়তা’ প্রকল্পের আওতায় রাজ্য সরকারগুলিকে অত্যাধুনিক অস্ত্র কেনা, প্রশিক্ষণ, অত্যাধুনিক যোগাযোগ ও ফরেন্সিক সরঞ্জামের ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়ে থাকে । ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১-এই শেষ তিন অর্থবর্ষের এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারগুলিকে ১৬৫৩.২০ কোটি টাকা কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । মহিলা ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ রোধ প্রকল্পের আওতায় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারগুলিকে ৯৯.৮৯ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে । পশ্চিমবঙ্গ সহ ২৮টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সাইবার ফরেন্সিক-তথা প্রশিক্ষণ – পরীক্ষাগার তৈরি করা হয়েছে । 

রাজ্য সভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র । 

 

CG/SS/RAB



(Release ID: 1814323) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Kannada