ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার আওতায় ৭২৬ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য সংগ্রহ এবং প্রায় ৬৯০ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য বন্টন
Posted On:
06 APR 2022 3:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ এপ্রিল, ২০২২
কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রীমতী সাধ্বী নিরঞ্জন জ্যোতি আজ লোকসভায় এক লিখিত জবাবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা সম্পর্কে জানিয়েছেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রায় ৮০ কোটি সুফলভোগীকে খাদ্য ও গণবন্টন দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ নিখরচায় অতিরিক্ত খাদ্যশস্য (চাল/ গম) বন্টন করা হয়েছে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পক্ষ থেকে পাওয়া পর্যায় ভিত্তিক বন্টন সম্পর্কিত তথ্যানুযায়ী এখনও পর্যন্ত ৭২৬ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে এবং প্রায় ৬৯০ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য বন্টন হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০২০-২১ অর্থবর্ষে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ১০২.৪ লক্ষ মেট্রিকটন গম এবং ১৯৬.২ লক্ষ মেট্রিকটন চাল সুভলভোগীদের মধ্যে বন্টন করেছে। একইভাবে ২০২১-২২ অর্থবর্ষে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ১৮৪.৫ লক্ষ মেট্রিকটন গম এবং ২০৬.৬ লক্ষ মেট্রিকটন চাল বন্টন করেছে।
এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থার মাধ্যমে দেশে প্রায় ১০ শতাংশ খাদ্যশস্য সংগ্রহ করা হয়েছে। এই ব্যবস্থায় পশ্চিমবঙ্গ থেকে আন্তঃরাজ্য খাদ্যশস্য সংগ্রহ হয়েছে ২৬০টি ক্ষেত্রে। মন্ত্রী আরও জানান, এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থায় সারা দেশে অন্তঃরাজ্য খাদ্যশস্য লেনদেনের সংখ্যা ৬১ কোটি ৫৮ লক্ষ ৩৯ হাজার ৩৫১। এর মধ্যে আন্তঃরাজ্য লেনদেনের সংখ্যা ২৪ লক্ষ ৬৫ হাজার ১৪।
জাতীয় খাদ্য সুরক্ষা আইন/ গণবন্টন ব্যবস্থার আওতায় সুফলভোগীদের কাছে খাদ্যশস্য পৌঁছে দেওয়া এবং এসম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রাথমিক দায়িত্ব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা, এক দেশ এক রেশন কার্ড কর্মসূচি সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি ব্যাপক প্রচার চালানোর জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও, এক দেশ এক রেশন কার্ড সম্পর্কে যাবতীয় তথ্য দিতে একটি স্বতন্ত্র নিঃশুল্ক ফোন নম্বর ১৪৪৪৫ চালু করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে। দপ্তর মেরা রেশন সম্পর্কিত যে মোবাইল অ্যাপ চালু করেছে সে সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুরোধ করা হয়েছে।
CG/BD/SKD/
(Release ID: 1814319)