যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

টেলি পরিষেবাদাতার সংখ্যা

Posted On: 06 APR 2022 1:44PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ এপ্রিল, ২০২২

 

টেলিযোগাযোগ ক্ষেত্রে ২০১২ সাল থেকে সংযুক্তিকরণ প্রক্রিয়া চলছে। এমনকি সংযুক্তিকরণ প্রক্রিয়ার পরেও অন্তত পক্ষে চার পরিষেবাদাতার মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল/ এমটিএনএল টেলি পরিষেবাও রয়েছে। বর্তমানে প্রত্যেকটি সুনির্দিষ্ট পরিষেবা এলাকার জন্য টেলি পরিষেবাদাতাদের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সারা দেশে ২২টি পৃথক পরিষেবা অঞ্চল হয়েছে। 

টেলি পরিষেবা ক্ষেত্রে সংযুক্তিকরণের ফলে রেডিও স্পেকট্রাম সহ সম্পদের সম্পূর্ণ সদ্ব্যবহার সুনিশ্চিত হয়েছে। মোবাইল ফোনের টাওয়ার, পরিষেবা অঞ্চলের পরিধি বিস্তার এবং গ্রাহক সংখ্যায় বৃদ্ধির নিরিখে টেলি পরিষেবা ক্ষেত্রে প্রতিযোগিতার প্রমাণ মিলছে। দেশে টেলিযোগাযোগ বেস স্টেশনের সংখ্যা ২০১৪-র ৩১শে মার্চ পর্যন্ত ৬ লক্ষ ৪৯ হাজার ৮৩৪ থেকে ২০২২-এর ২৮শে ফেব্রুয়ারি তারিখে ২৩ লক্ষ ২৫ হাজার ৯৪৮ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশে মোবাইল পরিষেবা গ্রাহকের সংখ্যা ১১৫ কোটির বেশি। এর মধ্যে ৯৮ শতাংশ ক্ষেত্রেই ৪জি পরিষেবা দেওয়া হচ্ছে। একইভাবে মোবাইল পরিষেবার মাশুল ২০১৬ থেকে লক্ষণীয়হারে হ্রাস পেয়েছে। এগুলি সবই টেলিযোগাযোগ  ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতার ইঙ্গিত দেয়।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার ২০২১-এর ১৫ই সেপ্টেম্বর বৈঠকে টেলিযোগাযোগ ক্ষেত্রের জন্য মোট রাজস্ব/ সামঞ্জস্যপূর্ণ মোট রাজস্বের সংজ্ঞায় আরও সরলিকরণের প্রস্তার করা হয়। একই সঙ্গে সুদের হার আরও যুক্তিগ্রাহ্য করে তোলা ও জরিমানা প্রত্যাহার, ব্যাঙ্ক গ্যারান্টির সরলিকরণ তথা টেলি পরিষেবা ক্ষেত্রে অটোমেটিক রুটে ১০০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের অনুমতি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভার কাছে রাখা হয়। টেলি পরিষেবা ক্ষেত্রে সরকারের সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ সমগ্র টেলি পরিষেবায় সুস্থ প্রতিযোগিতার প্রসার ঘাটাবে, নগদের যোগান বাড়াবে, বিনিয়োগে উৎসাহিত করবে এবং টেলি পরিষেবাদাতাদের উপর নিয়ন্ত্রণমূলক বোঝা কমাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহ্বান।

 

CG/BD/SKD/


(Release ID: 1814175) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Marathi , Tamil