যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

সেল ফোন টাওয়ার

Posted On: 06 APR 2022 1:43PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ এপ্রিল, ২০২২

 

পরিষেবার সম্প্রসারণ এবং যোগাযোগের পরিধি বাড়াতে টেলি পরিষেবাদাতা সংস্থা/ পরিকাঠামো উন্নয়নের সঙ্গে যুক্ত সংস্থাগুলি মোবাইল টাওয়ার বসিয়ে থাকে। অবশ্য মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে প্রযুক্তিগত ও বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টিও জড়িত। সরকার নতুন মোবাইল টাওয়ার বসাতে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও তা রূপায়ণের জন্য ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ড বা সর্বজনীন পরিষেবা প্রদান তহবিল গঠন করেছে। সরকারের এই ধরণের পদক্ষেপের উদ্দেশ্যই হল দেশে গ্রামাঞ্চল ও প্রত্যন্ত এলাকাগুলিতে মানুষের কাছে টেলিযোগাযোগ পরিষেবা পৌঁছে দেওয়া।

কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর সেল ফোন টাওয়ারের ক্ষেত্রে সারা দুনিয়া জুড়ে যে অগ্রগতি হচ্ছে, সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সি বা সংগঠন যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল নন-আয়োনাইজিং রেডিয়েশন প্রোটেকশন কমিশন, ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি অন ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ড, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট এবং একাধিক সমীক্ষা সংস্থার সুপারিশ মেনে চলে। 

এদিকে, টেলিযোগাযোগ দপ্তর মোবাইল টাওয়ার বসানোর ক্ষেত্রে অনুমতি আদায়ের জন্য রাজ্য সরকারগুলিকে ২০১৩-র পয়লা আগস্ট পরামর্শমূলক নীতি নির্দেশিকা জারি করে। এই পরামর্শে জনবসতিপূর্ণ বা ঘন জনবসতিপূর্ণ যে কোনো জায়গায় মোবাইল টাওয়ার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, মন্ত্রক মোবাইল ফোন এবং বেস ট্রান্সসিভার স্টেশন থেকে নির্গত ইলেক্ট্রো ম্যাগনেটিক ফিল্ডের প্রভার খতিয়ে দেখার জন্য ২০১০-এ একটি আন্তঃমন্ত্রক কমিটি গঠন করে। এই কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রেডিও তরঙ্গ বিকিরণ এবং স্বাস্থ্যের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই বলে গবেষণাগারে বিশ্লেষণ থেকে জানা গেছে। এমনকি রেডিও তরঙ্গ বিকিরণ এবং স্বাস্থ্যের মধ্যে সরাসরি কোনো প্রভাবের কথাও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়নি। 

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহ্বান।

 

CG/BD/SKD/



(Release ID: 1814170) Visitor Counter : 151


Read this release in: English , Urdu , Marathi , Tamil