কৃষিমন্ত্রক

কৃষকদের আয় দ্বিগুণ

Posted On: 05 APR 2022 4:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ এপ্রিল, ২০২২
 
কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের এপ্রিল মাসে ‘কৃষকদের আয় দ্বিগুণ’ সংক্রান্ত বিষয় পরীক্ষা করে দেখার জন্য আন্তঃমন্ত্রক কমিটির সঙ্গে পরামর্শ করে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য অর্জনের জন্য এই কমিটি বেশ কিছু কৌশলের সুপারিশ করেছিল। ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার কৌশল সমন্বিত কমিটি ২০১৮ সালে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। কৃষকদের আয় দ্বিগুণ করার কমিটি (ডিএফআই) ফসলের উৎপাদন বৃদ্ধি, প্রাণী সম্পদ ক্ষেত্রে উন্নতি সাধন, সম্পদ ব্যবহারে দক্ষ বা উৎপাদন খরচ বাঁচানো, উন্নত মানের ফসল উৎপাদন, উচ্চ মূল্যের ফসলের বহুমুখী ব্যবহার, কৃষকদের ন্যায্য মূল্য বৃদ্ধি এবং কৃষি কাজ থেকে কৃষি কাজ নয় এমন পেশায় স্থানান্তর – এই ৭টি বিষয় বিশেষ গুরুত্ব আরোপ করে। ডিএফআই কমিটির সুপারিশ গৃহীত হওয়ার পর সরকার অগ্রগতি পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য একটি ‘ক্ষমতাপ্রাপ্ত সংস্থা’র সঙ্গে পরামর্শ করেছে।
 
সরকার মাটির স্বাস্থ্য পরীক্ষার উপরও জোর দিয়েছে। একই সঙ্গে, সঠিক পরিমাণে,সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক ধরণের রাসায়নিক সার ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি, কৃষকদের প্রশিক্ষণ ও কৃষি মেলা আয়োজনেও রাজ্য সরকারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মাটির স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধিতে ২০১৫ সাল থেকে মাটির স্বাস্থ্য ও সার ব্যবহারের উপর জাতীয় প্রকল্পের আওতায় সয়েল হেলথ কার্ড প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এমনকি, কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে ৭ হাজার ৪২৫টি কৃষি মেলার আয়োজন করা হয়েছে।
 
লোকসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর। 
 
CG/SS/SB


(Release ID: 1813906) Visitor Counter : 117


Read this release in: English , Urdu , Tamil