সংস্কৃতিমন্ত্রক
ভারতীয় সংস্কৃতি পোর্টালে বিভিন্ন বিষয়ে তথ্য সম্পর্কে বর্ণনা সহ মোট ২.৯৮ লক্ষ ডিজিটাল প্রত্ন সামগ্রী এবং ৩৪ লক্ষেরও বেশি গ্রন্থপঞ্জী রয়েছে : শ্রী জি কিষান রেড্ডি
Posted On:
04 APR 2022 3:49PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২২
সরকার আইআইটি মুম্বাইয়ের সহযোগিতায় ইন্ডিয়ান কালচার পোর্টাল বা ভারতীয় সংস্কৃতি পোর্টাল,
www.indianculture.gov.in -এর মাধ্যমে ভারতের জাতীয় স্তরে ভার্চুয়াল লাইব্রেরি (এনভিএলআই) বাস্তবায়িত করেছে। এই এনভিএলআই-এর উদ্দেশ্য হল বৈচিত্র্যময় সাংস্কৃতিক নিদর্শনগুলিকে ডিজিটাল সংরক্ষণের জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং নাগরিকদের মধ্যে এগুলির ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বোধ জাগিয়ে তোলা। এই প্রকল্পের অগ্রগতি খুব ভালোভাবেই এগোচ্ছে। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য
www.indianculture.gov.in -এই পোর্টালে পাওয়া যাবে।
এনভিএলআই প্রকল্পের আওতায় ভারতীয় সংস্কৃতি পোর্টালে বিভিন্ন বিষয় তথ্য সম্পর্কে বর্ণনা সহ মোট ২.৯৮ লক্ষ ডিজিটাল প্রত্ন সামগ্রী এবং ৩৪ লক্ষেরও বেশি গ্রন্থপঞ্জী রয়েছে। ২৪টি বিভাগে দুর্লভ বই, ই-বুক, সংগ্রহশালা, ছবি, ঐতিহাসিক শহর, দুর্গ ইত্যাদি সম্পর্কে নানান তথ্য তুলে ধরা হয়েছে। বর্তমানে পোর্টালটি ইংরেজি ও হিন্দি ভাষায় রয়েছে। যে কোনো অ্যান্ড্রয়েড ও আইফোন থেকে ভারতীয় সংস্কৃতি নামক অ্যাপটি ব্যবহার করা যেতে পারে।
লোকসভায় আজ এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি।
CG/SS/SKD/
(Release ID: 1813423)
Visitor Counter : 184