অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

উত্তর-পূর্ব রাজ্যগুলিকে নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যস্থলের সঙ্গে যুক্ত করতে আন্তর্জাতিক বিমান যোগাযোগ প্রকল্প

Posted On: 04 APR 2022 2:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২২
 
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যস্থলের সঙ্গে দেশের নির্দিষ্ট রাজ্যগুলির বিমান যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে আন্তর্জাতিক বিমান সংযোগ প্রকল্প (আন্তর্জাতিক উড়ে দেশ কা আম নাগরিক) চালু করেছে। আসাম, মণিপুর, ত্রিপুরা রাজ্যের গুয়াহাটি, ইম্ফল এবং আগরতলার সঙ্গে ব্যাঙ্কক, ঢাকা, কাঠমান্ডু, ইয়াঙ্গুন, হ্যানয়, মান্দালে, কুনমিং এবং চট্টগ্রামের মতো নির্ধারিত আন্তর্জাতিক গন্তব্যস্থানগুলির সঙ্গে সংযোগকারী রুট চিহ্নিত করা হয়েছে।
 
আন্তর্জাতিক মানে বিমানবন্দরগুলির উন্নয়ন এবং আধুনিকীকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। উত্তর-পূর্বাঞ্চলের গুয়াহাটি এবং ইম্ফলে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এই দুটি বিমানবন্দর যথাক্রমে গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র মাধ্যমে পরিচালিত হয়। এছাড়াও উত্তর-পূর্বাঞ্চল থেকে আন্তর্জাতিক বিমান সংযোগ বাড়ানোর জন্য আগরতলা বিমনবন্দরের নতুন টার্মিনাল বিল্ডিং-কে ভবিষ্যতের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে সমন্বিত টার্মিনাল হিসেবে তৈরি করা হয়েছে। ইম্ফল বিমানবন্দরে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সমন্বিত টার্মিনাল বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এখানে প্রতি বছর ২.৪ মিলিয়ন যাত্রী যাতায়াত করবে পারবেন। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ডঃ ভি কে সিং।
 
CG/SS/SKD/


(Release ID: 1813421) Visitor Counter : 152