ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রে আত্মনির্ভরতা

Posted On: 04 APR 2022 1:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ এপ্রিল, ২০২২

 

সরকার দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র সহ ছোট ব্যবসায় কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব লাঘব করতে আত্মনির্ভর ভারত অভিযানের মাধ্যমে একাধিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে – বিপুল চাপে থাকা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেট ঋণ সহায়তা, ৩ লক্ষ কোটি টাকার আপৎকালীন ঋণ নিশ্চয়তা গ্যারেন্টি কর্মসূচি, আত্মনির্ভর ভারত তহবিলের মাধ্যমে ৫০ হাজার কোটি টাকা ইক্যুইটি যোগান, সহজে ব্যবসার জন্য উদ্যম রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির নতুন করে নাম নথিভুক্তিকরণ প্রভৃতি। এছাড়াও, সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির কাছ থেকে ২০০ কোটি টাকা পর্যন্ত পণ্য সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে দরপত্র আহ্বান না করার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা। তিনি আরও জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির মানোন্নয়ন ও পরিধি বিস্তার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ ধরনের শিল্প সংস্থাগুলি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে, তা বিশ্লেষণের জন্য কেন্দ্রীয় সরকার শিল্প সংগঠন, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা করে। মন্ত্রক ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির প্রসার ও মানোন্নয়নে একাধিক কর্মসূচি রূপায়ণ করেছে। এর মধ্যে রয়েছে – প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি, পরম্পরাগত শিল্পের পুনরুজ্জীবনে তহবিল সংস্থান কর্মসূচি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলির জন্য ঋণ নিশ্চয়তা কর্মসূচি, ক্ষুদ্র শিল্প ক্লাস্টার উন্নয়ন কর্মসূচি প্রভৃতি।

 

CG/BD/SB



(Release ID: 1813279) Visitor Counter : 115