ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
পিএমইজিপি'র আওতায় কর্মসংস্থান তৈরি হয়েছে
Posted On:
04 APR 2022 1:11PM by PIB Kolkata
নতুন দিল্লি,৪ এপ্রিল, ২০২২
খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের(কেভিআইসি) সাহায্যে অতি ক্ষুদ্র,ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক(এমএসএমই),কৃষি কাজ নয় এমন ক্ষেত্রে ক্ষুদ্র-উদ্যোগ স্থাপনের মাধ্যমে দেশে স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য প্রধানমন্ত্রী'র কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি (পিএমইজিপি) বাস্তবায়িত করেছে।
এছাড়াও, কেভিআইসি গ্রামীণ ও অনগ্রসর এলাকায় স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য নিম্নলিখিত কর্মসূচিগুলিও রূপায়িত করছে।
মধু মিশন: এই কর্মসূচির অধীনে, মৌমাছি পালনে বাক্স, টুল কিট এবং প্রশিক্ষণ দেওয়া হয়,যাতে মৌমাছি পালনকারী হিসাবে কৃষক, আদিবাসী এবং গ্রামীণ যুবকদের আয় বৃদ্ধি পায়।
কুমোর সশক্তিকরণ কর্মসূচি: এই কর্মসূচির আওতায়, গ্রামীণ কুমোরদের প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে বিদ্যুতের সাহায্যে মাটির পাত্র তৈরির চাকার মতো নতুন শক্তি সাশ্রয়ী সরঞ্জাম সরবরাহ করা হয়।
অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ (এমএসই) ক্ষেত্রের প্রচারের জন্য মন্ত্রক ঐতিহ্যবাহী শিল্পের পুনরুজ্জীবন তহবিল প্রকল্প,অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ-ক্লাস্টার উন্নয়ন কর্মসূচি,অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ ক্ষেত্রের জন্য ঋণ নিশ্চয়তা কর্মসূচি বাস্তবায়িত করছে।
২০২০-২১ অর্থবর্ষে মোট ৭৪ হাজার ৪১৫ টি অতি ক্ষুদ্র শিল্পোদ্যোগ সংস্থা তৈরি হয়েছে।এর মধ্যে পশ্চিমবঙ্গে ২ হাজার ৭০টি অতি ক্ষুদ্র শিল্পোদ্যোগ সংস্থা রয়েছে।এর সাহায্যে ১৬ হাজার ৫৬০ জনের কর্মসংস্থান হয়েছে।
রাজ্যসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন অতি ক্ষুদ্র,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং বর্মা।
CG/SS
(Release ID: 1813219)
Visitor Counter : 183