কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

বাণিজ্যিক নিলামের চতুর্থ পর্যায়ে চারটি রাজ্যের পাঁচটি কয়লা খনি নিলাম


কয়লা মন্ত্রক এখনও পর্যন্ত ৪৭টি খনির সফল নিলাম করেছে

Posted On: 02 APR 2022 12:18PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২ এপ্রিল, ২০২২
 
কয়লা মন্ত্রক বাণিজ্যিক খননের উদ্দেশ্যে কয়লা খনির নিলামের জন্য গত বছরের ১৬ ডিসেম্বর দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। এমএসটিসি প্ল্যাটফর্মে ই-নিলাম পরিচালনার সময় চলতি বছরের ৩১ মার্চ ও পয়লা এপ্রিল পাঁচটি কয়লা খনি নিলামের ব্যবস্থা করা হয়। এই পাঁচটি কয়লা খনির সবকটি সঞ্চিত কয়লার পরিমাণ খতিয়ে দেখা হয়েছে। এই পাঁচটি কয়লা খনিতে সঞ্চিত কয়লার পরিমাণ ৬৬৫.০৮ মিলিয়ন টন। যে পাঁচটি কয়লা খনির নিলাম হয়েছে, সেগুলি - ছত্তিশগড়, ঝাড়খন্ড ও মহারাষ্ট্রের একটি করে এবং বাকি দুটি ওড়িশার। 
 
বাণিজ্যিক কয়লা খনি নিলাম প্রক্রিয়ায় উপরোক্ত পাঁচটি সহ কয়লা মন্ত্রক এখনও পর্যন্ত ৪৭টি খনির সফল নিলাম করেছে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1812805) Visitor Counter : 288


Read this release in: Tamil , English , Urdu , Hindi , Odia