তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিডি ফ্রি ডিশ ৪.৩ কোটি ঘরে পৌঁছে গেছে

Posted On: 31 MAR 2022 2:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২

 

টেলিভিশন ডিস্ট্রিবিউশন শিল্পে অতুলনীয় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দূরদর্শন ফ্রি ডিশ ৪. ৩ কোটির বেশি পরিবারের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে বৃহত্তম ডিটিএইচ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। উন্নত নিলাম প্রক্রিয়ার ফলে শুধুমাত্র ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন ঘরানার গুণমান সম্পন্ন বেশি সংখ্যায় চ্যানেল সম্প্রচার সম্ভব হয়েছে। তাই, দূরদর্শনের বিনামূল্যে ডিটিএইচ পরিষেবা ২০১৭ সালের ২.২ কোটি থেকে বেড়ে ২০২২ সালে ৪.৩ কোটি গ্রাহকের পৌঁছে গেছে। 

সম্প্রতি প্রকাশিত এফআইসিসিআই – ইওয়াই এর প্রতিবেদনে ডিডি ফ্রি ডিশের গ্রাহক সংখ্যা বৃদ্ধির কথা তুলে ধরা হয়েছে। কম খরচে টেলিভিশন সেট চালানো, অর্থনৈতিক সমস্যা এবং নতুন চ্যানেল সংযোজনের ফলে এই গ্রহক সংখ্যার বৃদ্ধি লক্ষ্য করা গেছে।গত ৫ বছরে উল্লেখযোগ্য হারে ডিডি ফ্রি ডিশ সেটটপ বক্সের বিক্রিও বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে দেখানো হয়েছে। প্রসার ভারতী ডিটিএইচ পরিষেবা ডিডি ফ্রি ডিশ হ’ল একমাত্র ফি টু এয়ার (এফটিএ) ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) পরিষেবা। এখানে দর্শককে কোনও মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হয় না। শুধুমাত্র ডিডি ফ্রি ডিশ সেটটপ বক্স কেনার জন্য এককালীন ২ হাজার টাকা খরচ করতে হয়। 

ডিডি ফ্রি ডিশের মোট ১৬৭টি টিভি চ্যানেল এবং ৪৮টি রেডিও চ্যানেল রয়েছে। এর মধ্যে ৯১টি দূরদর্শন চ্যানেল এবং ৭৬টি বেসরকারি টিভি চ্যানেল রয়েছে। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে ডিডি ফ্রি ডিশে বেসরকারি চ্যানেল হিসাবে ৮টি হিন্দি সাধারণ বিনোদনমূলক,  ১৫টি হিন্দি চলচ্চিত্র, ৬টি গান-বাজনা, ২২টি খবর, ৯টি ভোজপুরী, ৪টি ভক্তিমূলক ও ২টি বিদেশি চ্যানেল অন্তর্ভুক্ত হবে। এই নতুন চ্যানেল যুক্ত হওয়ায় ডিডি ফ্রি ডিশ আগের চেয়েও আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় হয়ে উঠবে। ক্রীড়াপ্রেমীদের জন্য ডিডি স্পোর্টস ছাড়াও এখন ফ্রি ডিশে আরও একটি স্পোর্টস চ্যানেল ‘মাইক্যাম’ থাকবে। 

 

CG/SS/SB


(Release ID: 1812271) Visitor Counter : 238