প্রতিরক্ষামন্ত্রক
ভারত-ফ্রান্স ২০তম নৌ-মহড়া বরুণ – ২০২২
Posted On:
31 MAR 2022 12:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২
আরব সাগরে ৩০শে মার্চ থেকে ভারত ও ফ্রান্সের নৌ-বাহিনীর মধ্যে ২০তম দ্বিপাক্ষিক নৌ মহড়া ‘বরুণ’ শুরু হয়েছে। চলবে তেসরা এপ্রিল পর্যন্ত। ১৯৯৩ সালে দু’দেশের নৌ-বাহিনীর মধ্যে এই দ্বিপাক্ষিক নৌ-মহড়া শুরু হয়। ২০০১ সালে এই মহড়ার নাম দেওয়া হয় ‘বরুণ’। এটি ভারত ও ফ্রান্সের কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।
মহড়ায় দুই বাহিনীর জাহাজ, ডুবো জাহাজ, সমুদ্রে নজরদারি বিমান, হেলিকপ্টার সহ বিভিন্ন ইউনিট অংশ নিয়েছে। এই মহড়ার মূল উদ্দেশ্য হ’ল - সমুদ্র ক্ষেত্রে কার্যকরি দক্ষতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত কাজ পরিচালনার আওতায় আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করা এবং একটি সমন্বিত শক্তি হিসাবে সংশ্লিষ্ট অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। বছরের পর বছর ধরে চলা এই মহড়ায় উভয় দেশের নৌ-বাহিনী একে অপরের থেকে সেরা বিষয় সেখার সুযোগ পাচ্ছে। পাশাপাশি, এই মহড়ায় দুই বাহিনীর মধ্যে পারস্পরিক আলোচনা সম্ভবপর হচ্ছে।
CG/SS/SB
(Release ID: 1811962)
Visitor Counter : 284