কয়লামন্ত্রক
১৮টি নতুন খনি সহ ১২২টি কয়লা ও লিগনাইট খনির নিলাম প্রক্রিয়ার সূচনা করেছেন শ্রী প্রহ্লাদ যোশী
Posted On:
30 MAR 2022 7:22PM by PIB Kolkata
নতুন দিল্লী, ৩০ মার্চ, ২০২২
কয়লা মন্ত্রক ১২২টি কয়লা ও লিগনাইট খনির বাণিজ্যিক নিলামের সূচনা করেছে। এর মধ্যে ১৮টি নতুন কয়লা খনি রয়েছে। কেন্দ্রীয় কয়লা, খনি ও সংসদ বিষয়ক মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী পঞ্চম কিস্তির নিলামের সূচনা করে জানান, ৪২টি কয়লা খনির নিলাম প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন এই নিলাম প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে দেশে জ্বালানি সংক্রান্ত সুরক্ষা বজায় থাকবে। এছাড়াও এই খনিগুলি থেকে কয়লা ও লিগনাইট উত্তোলনের ফলে ১ লক্ষ ১৭ হাজারের বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। কয়লা ক্ষেত্রের উন্নয়নে সরকার যে পদক্ষেপ নিয়েছে তার আওতায় এই নিলাম প্রক্রিয়ার সূচনা করা হয়। এই ক্ষেত্রের সম্প্রতি যে সব সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলে আত্মনির্ভর ভারত অভিযানের দিকে আরও একধাপ এগোনো সম্ভব হবে।
বিভিন্ন কিস্তির নিলাম প্রক্রিয়া :
ক) ২০১৫ সালের কয়লা খনি আইন অনুযায়ী ১০৯টি খনির পঞ্চদশ কিস্তির নিলাম চলছে। এছাড়াও, ১৯৫৭ সালের খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন অনুযীয়ী সংশ্লিষ্ট খনিগুলির পঞ্চম কিস্তির নিলামও হচ্ছে।
খ) ২০১৫-র কয়লা খনির আইনের আওতায় ১৪তম ও খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চতুর্থ কিস্তির নিলাম প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব ৪টি খনিতে হচ্ছে।
গ) ২০১৫-র কয়লা খনি আইন অনুযায়ী ত্রয়োদশ এবং ১৯৫৭ সালের খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনে তৃতীয় কিস্তির নিলাম প্রক্রিয়া চলছে ৯টি কয়লা খনির।
যে ১০৯টি খনিতে নিলাম প্রক্রিয়া চলছে তার মধ্যে ৫৯টি খনি সম্পূর্ণ উন্মুক্ত। আর ৫০টি খনি আংশিকভাবে উন্মুক্ত। এই খনিগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, বিহার ও তেলেঙ্গানায় রয়েছে। সংরক্ষিত অঞ্চল, অভয়ারণ্য, যেসব অঞ্চলে বিলুপ্তপ্রায় প্রাণী বাস করে এবং যেসব বনাঞ্চলের ৪০ শতাংশ এলাকায় মাটির নীচে কয়লা সঞ্চিত রয়েছে, সেগুলিকে এই নিলাম প্রক্রিয়ার বাইরে রাখা হয়। এই নিলাম প্রক্রিয়ায় জাতীয় কয়লা সূচকের বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও যেসমস্ত সংস্থার আগে খনিজ সম্পদ উত্তোলন সংক্রান্ত অভিজ্ঞতা নেই তাদেরও নিলামে অংশগ্রহণে সুযোগ দেওয়া হচ্ছে। যারা, দ্রুত কয়লা উত্তোলন করতে পারবে এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির সাহায্য নেবে, সেই ধরণের প্রতিষ্ঠানগুলিকে বিশেষ ছাড় দেওয়া হবে। কয়লা খনির বাণিজ্যিকয় নিলাম প্রক্রিয়ায় মন্ত্রকের লেনদেন সংক্রান্ত উপদেষ্টা হিসেবে এসবিআই ক্যাপিটেল মার্কেট লিমিটেড-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
CG/CB/SKD/
(Release ID: 1811894)