রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

এক স্টেশন এক পণ্য

Posted On: 30 MAR 2022 2:13PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২২

 

এক স্টেশন এক পণ্য’ ভাবনার মাধ্যমে দেশীয় পণ্য ও কারুশিল্পকে উৎসাহিত করার প্রয়াস নেওয়া হয়েছে। এর আওতায় দেশজুড়ে রেল স্টেশনগুলিতে দেশীয় পণ্য ও কারুশিল্প সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে। যে স্থান, যে পণ্যের জন্য বিখ্যাত সেখানে সেই সামগ্রীর প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা করা হবে। এর মধ্যে আদিবাসীদের তৈরি শিল্প সামগ্রী, স্থানীয় তাঁত শিল্পীদের তৈরি তাঁতবস্ত্র, কাঠের খোদাই, কাপড়ের উপর চিকনকারী এবং জরি-জারদোসির কাজ, মশলা চা, কফি এবং স্থানীয় এলাকায় জন্মানো প্রক্রিয়াজাত/ আধা প্রক্রিয়াজাত খাদ্যবস্তু থাকতে পারে।

ভারতীয় রেল, নির্দিষ্ট রেল স্টেশনগুলিতে স্থানীয় উৎপাদকদের তৈরি এইসব পণ্যের প্রদর্শন ও প্রচার করবে এবং বিক্রির জন্য স্টল/ কিয়স্ক/ বিক্রয় কেন্দ্রের ব্যবস্থা করবে। এতে স্থানীয় শিল্পীদের জীবিকার সংস্থান হবে, দক্ষতা বাড়বে। বর্তমানে এসংক্রান্ত একটি পরীক্ষামূলক প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। পুরো প্রকল্পটির বাস্তবায়নে কত টাকা লাগবে, তা এখনও হিসেব করা হয়নি।

রেলের প্রতিটি অঞ্চলে একটি করে পরীক্ষামূলক প্রকল্প চলতি বছরের ২৫শে মার্চ থেকে চালু হয়েছে। ওই অঞ্চলের স্থানীয় একটি পণ্যকে বেছে নিয়ে সেই পণ্যের প্রদর্শন ও বিক্রয়ের জন্য স্টেশনে স্থান বরাদ্দ করার উদ্যোগ নেওয়া রয়েছে।

পরীক্ষামূলক প্রকল্পে যেসব স্টেশন চিহ্নিত করা হয়েছে তাদের রাজ্যভিত্তিক বিশদ বিবরণ :

চিহ্নিত স্টেশন

চিহ্নিত পণ্য

রাজ্য

অঞ্চল

ডিভিশন

পাটনা জংশন

মধুবনী পেইন্টিং ও এসংক্রান্ত পণ্য

বিহার

পূর্ব মধ্য রেল

দানাপুর

বিশাখাপত্তনম

একিকোপ্পাকা খেলনা (কাঠের খেলনা)

অন্ধ্রপ্রদেশ

পূর্ব উপকূল রেল

ওয়াল্টেয়ার

হাওড়া

তাঁতের শাড়ি + তাঁতবস্ত্র

পশ্চিমবঙ্গ

পূর্ব রেল

হাওড়া

গুয়াহাটি

অসমের গামছা

অসম

উত্তর পূর্ব সীমান্ত রেল

লাংডিং

বেঙ্গালুরু

চন্নাপাটনা কাঠের খেলনা

কর্ণাটক

দক্ষিণ পশ্চিম রেল

বেঙ্গালোর

চেন্নাই সেন্ট্রাল

কাঞ্চিপুরম শাড়ি

তামিলনাড়ু

দক্ষিণ রেল

চেন্নাই

তিরুপতি

কমলকারি শাড়ি এবং বস্ত্র

অন্ধ্রপ্রদেশ

দক্ষিণ মধ্য রেল

গুন্টাকাল

বালাসোর

নারকেলের ছোবড়ার পণ্য

ওড়িশা

দক্ষিণ পূর্ব রেল

খড়গপুর

জলেশ্বর

রুপো ও পাথরের গয়না

ওড়িশা

দক্ষইণ পূর্ব রেল

খড়গপুর

নাগপুর

বাঁশের হস্তশিল্প

মহারাষ্ট্র

মধ্য রেল

নাগপুর

রাজকোট

টেরাকোটা/ সেরামিকের পণ্য

গুজরাট

পশ্চিম রেল

রাজকোট

কোটা

কোটা দরিয়া শাড়ি

রাজস্থান

পশ্চিম মধ্য রেল

কোটা

বিলাসপুর

ডোকরার হস্তশিল্প

ছত্তিশগড়

দক্ষিণ পূর্ব মধ্য রেল

বিলাসপুর

গোরখপুর

টেরাকোটা হস্তশিল্প

উত্তর প্রদেশ

উত্তর পূর্ব রেল

লক্ষ্ণৌ

বেনারস

আজমগড় কালো মৃত্তিকার সামগ্রী

উত্তর প্রদেশ

উত্তর পূর্ব রেল

বেনারস

বারাণসী ক্যান্টনমেন্ট

কাঠের খেলনা

উত্তর প্রদেশ

উত্তর রেল

লক্ষ্ণৌ

পানিপথ

তাঁত ও আচার

হরিয়ানা

উত্তর রেল

দিল্লি

জয়পুর

সঙ্গনেরী প্রিন্ট সামগ্রী ও জয়পুরি রাজাই

রাজস্থান

উত্তর পশ্চিম রেল

জয়পুর

আগ্রা ক্যান্টনমেন্ট

মার্বেলের হস্তশিল্প

উত্তর প্রদেশ

উত্তর মধ্য রেল

আগ্রা

লোকসভায় আজ এক প্রশ্নের লিশিত উত্তরে রেল, যোগাযোগ এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণ এই তথ্য জানিয়েছেন।

 

CG/SD/SKD/


(Release ID: 1811710) Visitor Counter : 757


Read this release in: English , Urdu , Marathi