আদিবাসীবিষয়কমন্ত্রক
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রী, তাদের মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করবেন
Posted On:
29 MAR 2022 5:03PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৯ মার্চ, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা এপ্রিল বেলা ১১টার সময় ২০২২ সালের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রী, তাদের মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরীক্ষা পে চর্চার পঞ্চম বর্ষের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বাছাই করার জন্য মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে গত বছরের ২৮শে ডিসেম্বর থেকে এ বছরের তেশরা ফেব্রুয়ারী পর্যন্ত একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের মা-বাবা এবং শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। আদিবাসী বিষয়ক মন্ত্রক একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করে। এই বিদ্যালয়গুলির হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষক-শিক্ষিকারা এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য প্রতিযোগিতায় অংশ নেয়।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা দপ্তর অনুষ্ঠানটির উদ্যোক্তা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বহু প্রতিক্ষিত এই অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেল ও ডিজিটাল মাধ্যমে সম্প্রচারিত হয়।
CG/CB/NS
(Release ID: 1811212)
Visitor Counter : 146