রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেল মর্যাদাপূর্ণ ওবায়দুল্লা খান হকি কাপ প্রতিযোগিতায় জয়ী হয়েছে

Posted On: 27 MAR 2022 7:46PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৭ মার্চ, ২০২২
 
ভারতীয় রেল মর্যাদাপূর্ণ ওবায়দুল্লা খান হকি কাপ প্রতিযোগিতায় জয়ী হয়েছে। রেল ক্রীড়া প্রসার পর্ষদের দল প্রতিযোগিতার ফাইনালে সেনা একাদশকে ২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় জয়ী হয়। উল্লেখ করা যেতে পারে, ভোপালে গত ২১ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। 
 
মধ্যপ্রদেশের ভোপালে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে গত ২১ মার্চ প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহ্বান। 
 
১৯৩১ সালে ওবায়দুল্লা গোল্ড কাপ হিসেবে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর, কয়েক দশক ধরে চলে আসা মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা বহু আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের জন্ম দিয়েছে। ২০১৬-তে শেষবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এরপর, ৬ বছর বাদে আবার এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। ২০১৬-তে এই প্রতিযোগিতায় বিপিসিএল জয়ী হয়। রেল দল দ্বিতীয় স্থান পায়। 
 
এবারের মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়। ভারতীয় রেল দলের অর্জুন এই প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় মনোনিত হয়েছেন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়, সেরা ডিফেন্ডার ও সেরা মিড-ফিল্ডার মনোনিত হয়েছেন যথাক্রমে ভারতীয় রেল দলের যোগিন্দর, জসজিত এবং নিয়াজ রহিম।
 
উল্লেখ করা যেতে পারে, ভারতীয় রেলে প্রায় তিন হাজার পুরুষ ও মহিলা কর্মী রয়েছেন, যাঁরা খেলাধুলোর সাথে সক্রিয়ভাবে যুক্ত। সারা দেশে রেলের এক সুবিস্তৃত ক্রীড়া পরিকাঠামো রয়েছে। এছাড়াও পাঞ্জাবের কপুরথালায় একটি হকি অ্যাকাডেমি রয়েছে। 
 
২০২০ টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল চতুর্থ স্থান পায়। এই দলে মোট ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ১২জনই ছিলেন ভারতীয় রেলের। অলিম্পিকে অংশগ্রহণকারী পুরুষ হকি দলের দু-জন খেলোয়াড় ভারতীয় রেলের। 
 
২০২১-২২-এ রেল ক্রীড়া প্রসার পর্ষদের পুরুষ হকি দল জাতীয় স্তরের পাঁচটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবকটিতেই ফাইনালে পৌঁছায়। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1811120) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi , Tamil