ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
রাশিয়া এবং ইউক্রেনে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের তৈরি পণ্যের রপ্তানীর পরিমাণ
Posted On:
28 MAR 2022 1:04PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৮ মার্চ, ২০২২
বিগত ৩টি অর্থবর্ষে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্য সামগ্রীর রাশিয়া ও ইউক্রেনে রপ্তানীর পরিমাণ
ভারতের রপ্তানীর পরিমাণ
|
২০১৮-১৯
|
২০১৯-২০
|
২০২০-২১
|
রাশিয়াতে পাঠানো অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী
|
১,৪৩,২৫ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার
|
১,৮১,৯৪ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার
|
১,৫৪,৮২ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার
|
রাশিয়ায় মোট রপ্তানী
|
২৩,৮৯৬ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার
|
৩০,১৭৭ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার
|
২৬,৫৫৮ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার
|
রাশিয়াতে রপ্তানী করা মোট পণ্য সামগ্রীর মধ্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রীর শতকরা পরিমাণ
|
৫৯.৯৫%
|
৭.২৯%
|
৫৮.৩%
|
সারা বিশ্বে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী রপ্তানীর নিরিখে রাশিয়ায় এই পণ্য সামগ্রী রপ্তানীর শতকরা পরিমাণ
|
০.৮৯%
|
১.১৭%
|
১.০৮%
|
ভারত থেকে মোট রপ্তানী হওয়া পণ্যের মধ্যে রাশিয়ার অংশ (শতকরা হিসেবে)
|
০.৭২%
|
০.৯৬%
|
০.৯১%
|
ইউক্রেনে পাঠানো অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী
|
২ হাজার ৭৯ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার
|
৩ হাজার ৯ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার
|
২ হাজার ৯৪৮ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার
|
ইউক্রেনে মোট রপ্তানী
|
৩ হাজার ৯০৮ লক্ষ মার্কিন ডলার
|
৪ হাজার ৬৩৮ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার
|
৫শো ৯ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার
|
ইউক্রেনে রপ্তানী করা মোট পণ্য সামগ্রীর মধ্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রীর শতকরা পরিমাণ
|
৫৩.২%
|
৬৪.৮৯%
|
৬৫.৩৭%
|
সারা বিশ্বে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী রপ্তানীর নিরিখে ইউক্রেনের এই পণ্য সামগ্রী রপ্তানীর শতকরা পরিমাণ
|
০.১৩%
|
০.১৯%
|
০.২%
|
ভারত থেকে মোট রপ্তানী হওয়া পণ্যের মধ্যে ইউক্রেনের অংশ (শতকরা হিসেবে)
|
০.১২%
|
০.১৫%
|
০.১৫%
|
বিশ্বে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানীর পরিমাণ
|
১৫,৯১,৭৯৭ লক্ষ ৮০ হাজার
|
১৫,৪৮,০১৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার
|
১৪,৩৯,৯৩৮ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার
|
বিশ্বে মোট পণ্য সামগ্রী রপ্তানীর পরিমাণ
|
৩৩,০০,৭৮০ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার
|
৩১,৩৩,৬১০ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার
|
২৯,১৮,০৮৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার
|
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে উদ্ভুত পরিস্থিতির প্রভাব ভারতীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্য সামগ্রীর ওপর কতটা পরতে পারে তা নিয়ে মন্ত্রক নজরদারি চালাচ্ছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা।
CG/CB/NS
(Release ID: 1810788)
Visitor Counter : 159