ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক

রাশিয়া এবং ইউক্রেনে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের তৈরি পণ্যের রপ্তানীর পরিমাণ

Posted On: 28 MAR 2022 1:04PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৮ মার্চ, ২০২২

 

বিগত ৩টি অর্থবর্ষে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্য সামগ্রীর রাশিয়া ও ইউক্রেনে রপ্তানীর পরিমাণ

ভারতের রপ্তানীর পরিমাণ

২০১৮-১৯

২০১৯-২০

২০২০-২১

রাশিয়াতে পাঠানো অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী

,৪৩,২৫ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার

,৮১,৯৪ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার

,৫৪,৮২ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার

রাশিয়ায় মোট রপ্তানী

২৩,৮৯৬ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার

৩০,১৭৭ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার

২৬,৫৫৮ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার

রাশিয়াতে রপ্তানী করা মোট পণ্য সামগ্রীর মধ্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রীর শতকরা পরিমাণ

৫৯.৯৫%

.২৯%

৫৮.%

সারা বিশ্বে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী রপ্তানীর নিরিখে রাশিয়ায় এই পণ্য সামগ্রী রপ্তানীর শতকরা পরিমাণ

.৮৯%

.১৭%

.০৮%

ভারত থেকে মোট রপ্তানী হওয়া পণ্যের মধ্যে রাশিয়ার অংশ (শতকরা হিসেবে)

.৭২%

.৯৬%

.৯১%

ইউক্রেনে পাঠানো অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী

২ হাজার ৭৯ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার

৩ হাজার ৯ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার

২ হাজার ৯৪৮ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার

ইউক্রেনে মোট রপ্তানী

৩ হাজার ৯০৮ লক্ষ মার্কিন ডলার

৪ হাজার ৬৩৮ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার

৫শো ৯ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার

ইউক্রেনে রপ্তানী করা মোট পণ্য সামগ্রীর মধ্যে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রীর শতকরা পরিমাণ

৫৩.%

৬৪.৮৯%

৬৫.৩৭%

সারা বিশ্বে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের পণ্য সামগ্রী রপ্তানীর নিরিখে ইউক্রেনের এই পণ্য সামগ্রী রপ্তানীর শতকরা পরিমাণ

.১৩%

.১৯%

.%

ভারত থেকে মোট রপ্তানী হওয়া পণ্যের মধ্যে ইউক্রেনের অংশ (শতকরা হিসেবে)

.১২%

.১৫%

.১৫%

বিশ্বে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানীর পরিমাণ

১৫,৯১,৭৯৭ লক্ষ ৮০ হাজার

১৫,৪৮,০১৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার

১৪,৩৯,৯৩৮ লক্ষ ১০ হাজার মার্কিন ডলার

বিশ্বে মোট পণ্য সামগ্রী রপ্তানীর পরিমাণ

৩৩,০০,৭৮০ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার

৩১,৩৩,৬১০ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার

২৯,১৮,০৮৪ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের ফলে উদ্ভুত পরিস্থিতির প্রভাব ভারতীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগের উৎপাদিত পণ্য সামগ্রীর ওপর কতটা পরতে পারে তা নিয়ে মন্ত্রক নজরদারি চালাচ্ছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী ভানু প্রতাপ সিং ভার্মা।
 

CG/CB/NS



(Release ID: 1810788) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Gujarati , Telugu