সংস্কৃতিমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি নতুন দিল্লির আইজিএনসিএ- তে তিনদিনের উত্তর-পূর্বাঞ্চলীয় উৎসব 'ঈশান মন্থন' এর সূচনা করেছেন
Posted On:
25 MAR 2022 3:51PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ মার্চ, ২০২২
কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি নতুন দিল্লিতে তিনদিনের উত্তর-পূর্বাঞ্চলীয় উৎসব 'ঈশান মন্থন'- এর সূচনা করেছেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস, আইজিএনসিএ- তে আয়োজিত এই উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের সদস্য সচিব ডক্টর সচিদানন্দ যোশী এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শান্তিশ্রী ধূলিপুদি পন্ডিত।
২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত আয়োজিত এই উৎসবে উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতি, শিল্পকলা, সঙ্গীত, লোকনৃত্য থেকে শুরু করে ঐতিহ্যবাহী হস্তশিল্পের সম্ভারকে তুলে ধরা হয়েছে। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত উৎসব প্রাঙ্গণ খোলা থাকছে। দর্শকরা সেখান থেকে পণ্যসম্ভার যেমন কিনতে পারছেন তেমনি পূর্বাঞ্চলের সংস্কৃতিকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিলক্ষিত করতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি বলেন, 'ঈশান মন্থন' উৎসবটি উত্তর-পূর্ব ভারতের সমৃদ্ধ জাতিসত্তা এবং তাদের বর্ণময় সংকল্প পূরণে সাহায্য করবে। যা 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'- এর বার্তা বয়ে নিয়ে আসবে। উত্তর-পূর্ব ভারতে প্রায় চারশটি সম্প্রদায় রয়েছে, যারা দুশো টিরও বেশি ভাষায় কথা বলে থাকেন।
শ্রী রেড্ডি আরও বলেন যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে চলেছে। রেল, সড়ক, বিমান ও জলপথের মাধ্যমে সংযোগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য বাজেটে বিগত সাড়ে সাত বছরে ১১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যা এই অঞ্চলের উন্নয়নে ব্যাপক সহায়তা করছে।
CG/ SB
(Release ID: 1810108)
Visitor Counter : 184