রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

রেল লাইনের কাছে পশুদের নিরাপত্তার জন্য পদক্ষেপ

Posted On: 25 MAR 2022 1:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
 
রেল লাইনে পশু মৃত্যু কমাতে জোনাল রেলওয়ে একাধিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রেল লাইন বরাবর বন্য গাছপালা ও আবর্জনা পরিষ্কার করা হয়েছে। গবাদি পশু/প্রাণী পারাপার-প্রবণ স্থানে ঘনঘন বাঁশি বাজানোর জন্য নিয়মিতভাবে ট্রেন চালকদের সংবেদনশীল করা হয়েছে। গবাদি পশু/প্রাণী অনুপ্রবেশের স্থানগুলি চিহ্নিত করে বেড়া/সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। গ্রামে গ্রামে নিরাপত্তামূলক আলোচনাসভা/প্রচারের মাধ্যমে রেল লাইনের কাছে গবাদি পশু চড়াতে নিয়ে আসা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি, রেল লাইনের কাছে পশুদের অপ্রয়োজনীয় উপস্থিতি এড়াতে লাইনের পাশে খাবারের অবশিষ্টাংশ ফেলতে নিষেধ করা হয়েছে। 
 
বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া রেল লাইনের ক্ষেত্রেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট ঝুঁকিপূর্ণ স্থানে ট্রেনের গতির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হাতি ও অন্যান্য প্রাণীর উপস্থিতি সম্পর্কে ট্রেন চালকদের সতর্ক করার জন্য উপযুক্ত স্থানে সাইনবোর্ড লাগানো হয়েছে। বিভিন্ন স্থানে বেড়ার ব্যবস্থা করা হয়েছে। হাতি পারাপার-প্রবণ জায়গাগুলিতে উদ্ভাবনী উপায়ে মৌ-মাছির গুঞ্জনের ব্যবস্থা করা হয়েছে। এলাকার বন কর্তাদের সঙ্গে পরামর্শ করে চিহ্নিত স্থানগুলিতে বন্যপ্রাণী চলাচলের জন্য আন্ডারপাস ও র‍্যাম্প নির্মাণ করা হয়েছে। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন রেল, যোগাযোগ ও বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণো।
 
CG/SS/SB

(Release ID: 1809876) Visitor Counter : 153
Read this release in: English , Urdu , Marathi , Tamil