যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফাইভ-জি স্পেকট্রাম নিলাম প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিতে আলাপ-আলোচনা

प्रविष्टि तिथि: 25 MAR 2022 2:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং মহাকাশ দপ্তর সহ সচিবদের নিয়ে গঠিত একটি কমিটি উদীয়মান প্রযুক্তি/ব্যবহারকারীদের জন্য স্পেকট্রামের প্রয়োজনীয়তার প্রেক্ষিতে বিভিন্ন ব্যবহারকারী মন্ত্রক ও দপ্তরের মধ্যে স্পেকট্রাম বন্টন নিয়ে আলাপ-আলোচনা করেছে। এই কমিটি গুরুত্বপূর্ণ ব্যান্ডগুলিতে স্পেকট্রাম বন্টনের প্রস্তাব দিয়েছে। সেই অনুসারে, কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর গত বছরের ১৩ই সেপ্টেম্বর স্পেকট্রাম বন্টনের প্রস্তাব সম্পর্কে ভারতের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ট্রাই’কে অবহিত করে ইন্টারন্যাশনাল মোবাইল টেলিকম্যুনিকেশনের জন্য চিহ্নিত ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলিতে স্পেকট্রামের নিলাম সম্পর্কে মতামত জানতে চায়।
 
সরকার চলতি বছরেই ফাইভ-জি স্পেকট্রাম নিলামের পরিকল্পনা করেছে। 
 
উল্লেখ করা যেতে পারে, টেলিপরিষেবাদাতা সংস্থাগুলি শহর, শহরতলী এবং গ্রামীণ এলাকা সহ কলকাতা, দিল্লি, মুম্বাই, জামনগর, আমেদাবাদ, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, গুরগাঁও, গান্ধীনগর, চন্ডীগড়, পুণে এবং বারাণসীতে ফাইভ-জি পরিষেবা পরীক্ষা করে দেখেছে। ব্যবসায়িক স্বার্থে ও পরিষেবা সম্প্রসারণের অঙ্গ হিসাবে বিভিন্ন শহরে ফাইভ-জি পরিষেবা চালু করার অধিকার টেলি পরিষেবাদাতা সংস্থাগুলির রয়েছে। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান যোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিং চৌহান। 
 
CG/BD/SB

(रिलीज़ आईडी: 1809763) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , Marathi , English , Urdu