আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

দেশে গত ১০ বছরে বস্তির সংখ্যা ৫১ হাজার ৬৮৮ থেকে কমে ৩৩ হাজার ৫১০এ দাঁড়িয়েছে

Posted On: 24 MAR 2022 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৪  মার্চ, ২০২২
        
২০০২ এবং ২০১২ সালে শহুরে বস্তির ওপর ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস (এনএসএসও)এর সমীক্ষা অনুসারে বস্তির সংখ্যা ৫১ হাজার ৬৮৮ থেকে কমে ৩৩ হাজার ৫১০ হয়েছে।
 
ভূমি এবং বস্তি সংক্রান্ত বিষয় রাজ্যের। বস্তিবাসীদের পুনর্বাসন সহ আবাসন সম্পর্কিত প্রকল্পগুলি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এমনকি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক বস্তিবাসী সহ সমস্ত যোগ্য পরিবার/উপভোক্তাদের জন্য বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রী আবাস যোজনা- শহরাঞ্চলের আওতায় কেন্দ্রীয় সহায়তা দিয়ে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যথাযথ সাহায্য করেছে। যোগ্য সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা- শহরাঞ্চলের আওতায় সাশ্রয়ী মূল্যে আবাসন সহ অন্যান্য সুবিধা পেয়ে থাকেন।এমনকি  রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের জমা দেওয়া প্রকল্পগুলির ওপর ভিত্তি করে প্রতি বাড়ি নির্মাণে ১ লক্ষ টাকা কেন্দ্রীয় সহায়তা প্রদান করা হয়। যথাযথ স্থানে অবস্থিত বস্তি পুনঃউন্নয়ন (আইএসএসআর)-এর আওতায় বস্তিবাসীদের জন্য এ পর্যন্ত মোট ৪,৫১,০৫০টি ঘর নির্মাণ করা হয়েছে। 
 
জনস্বাস্থ্য এবং স্যানিটেশন রাজ্যের বিষয়। বস্তি সহ সমস্ত শহুরে এলাকায় জনস্বাস্থ্য ও স্যানিটেশন জোরদার করার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের ওপর বর্তায়। কেন্দ্রীয় সরকার অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আর্বান ট্রান্সফরমেশন, স্বচ্ছ ভারত মিশন- আর্বান, ন্যাশনাল হেল্থ মিশন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যথাযথ সাহায্য করে চলেছে। বস্তি এলাকা সহ দেশের শহুরে দরিদ্রদের জন্য জনস্বাস্থ্য এবং স্যানিটেশনের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
লোকসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর।
 
 
CG/SS/NS


(Release ID: 1809421) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Marathi , Tamil