কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

পুরনো পেনশন প্রকল্প পুনঃপ্রচলন

Posted On: 24 MAR 2022 1:25PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৪ মার্চ, ২০২২

 

২০০৪ সালের পয়লা জানুয়ারি, অর্থ মন্ত্রকের (অর্থনৈতিক বিষয়ক দপ্তর) মাধ্যমে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদর জন্য জাতীয় পেনশন প্রকল্প চালু করা হয়। কেন্দ্রীয় সরকারের চাকরিতে (সশস্ত্র বাহিনী ব্যতীত) যোগদানকারী সমস্ত নতুন প্রার্থীদের জন্য এটি চালু হয়। 

জাতীয় পেনশন ব্যবস্থাপনা চালু হওয়ার পর ১৯৭২ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) বিধি সংশোধন করা হয়।এর ফলে, ১৯৭২ সালের কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) বিধির আওতায় পুরনো পেনশন প্রকল্পের সুবিধাগুলি সংশোধিত নিয়মের অধীনে ২০০৪ সালে পয়লা জানুয়ারি বা তার পরে কর্মে যোগদানকারী কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভন্টদের জন্য গ্রহণ যোগ্য নয়। 

২০০৪ সালের পয়লা জানুয়ারি বা তার পরে কাজে যোগদানকারী কেন্দ্রীয় সরকারি সিভিল সার্ভন্টদের জন্য পুরনো পেনশন প্রকল্প পুনরায় চালু করার কোনো প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন নেই। জাতীয় পেনশন প্রকল্প এখন ২০১৩ সালের পিএফআরডিএ আইনের আওতায় আওতাভুক্ত। 

রাজ্যসভায় আজ লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন কর্মীবর্গ, গণঅভিযোগ ও পেনশন এবং প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং।

 

CG/SS/SKD/



(Release ID: 1809415) Visitor Counter : 218


Read this release in: English , Urdu , Malayalam