ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ) ২০১৩ অনুসারে এই আইনের আওতায় সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা এবং বাদ দেওয়া সংশ্লিষ্ট রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের দায়িত্ব


বিভিন্ন অনিয়মের জন্য রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ২০১৪ থেকে ২০২১ সময়কালের মধ্যে প্রায় ৪.২৮ কোটি রেশন কার্ড বাতিল করেছে

বর্তমানে, বিভাগ থেকে বরাদ্দ করা মাসিক খাদ্যশস্যের প্রায় ৯০ শতাংশ রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বৈদ্যুতিন পয়েন্ট অফ সেল লেনদেনের মাধ্যমে বিতরণ করে

Posted On: 23 MAR 2022 3:38PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২২
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী শ্রীমতী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইন (এনএফএসএ) ২০১৩ অনুসারে এই আইনের আওতায় সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করা এবং বাদ দেওয়া সংশ্লিষ্ট রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের দায়িত্ব। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যোগ্যতার যেসব মাপকাঠি নির্দিষ্ট করে, সেই অনুসারে অন্তর্ভুক্তিকরণ এবং বর্জনের প্রক্রিয়া চলে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় গণবন্টন প্রক্রিয়ার মাধ্যমে বিতরণ করা সামগ্রী যাতে সুনির্দিষ্ট গ্রাহকদের কাছেই পৌঁছয় সেজন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। রেশন কার্ডের ডিজিটাইজেশন, একই মানে একাধিক রেশন কার্ড, স্থায়ী স্থানান্তর, মৃত্যু, ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণ প্রভৃতি কারণে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৪.২৮ কোটি রেশন কার্ড বাতিলের কথা জানিয়েছে। পশ্চিমবঙ্গে ২০১৪ সালে ১৬,৭৭,৩১১টি, ২০১৫ সালে ২১,৮৪,১৫২টি, ২০১৬ সালে শূন্য, ২০১৭ সালে শূন্য, ২০১৮ সালে ৮৮,৫৯৩টি, ২০১৯ সালে ১,০০,১৫১টি, ২০২০ সালে ৫৯,৬৬৬টি এবং ২০২১ সালে শূন্যটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। সব মিলিয়ে ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে পশ্চিমবঙ্গে মোট ৪১,০৯,৮৭৩টি রেশন কার্ড বাতিল হয়েছে। তবে, রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ না হলে কোনো রেশন কার্ড বাতিল করা হয়নি। 
 
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সব সুবিধাভোগী যাতে তাদের অন্ত্যোদয় অন্ন যোজনা এবং অগ্রাধিকারযুক্ত পারিবারিক রেশন কার্ডের মাধ্যমে তাঁদের প্রাপ্য মাসিক খাদ্যশস্য সম্পূর্ণভাবে পান তা সুনিশ্চিত করতে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন সময়ে চিঠি, বৈঠক এবং ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে। রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন পয়েন্ট অফ সেল মেশিন বসিয়ে তার মাধ্যমে লেনদেন করতে, সুবিধাভোগীদের বায়োমেট্রিক প্রমাণ সংগ্রহ করতে এবং বৈদ্যুতিন লেনদেনের রসিদ দিতে বলা হয়েছে। 
 
রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা ৩১.০৩.২০২২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। ততদিন পর্যন্ত আধার সংযুক্তিকরণ হয়নি বলে কেউ যাতে প্রাপ্য খাদ্যশস্য থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করতে বলা হয়েছে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। এছাড়া, বায়োমেট্রিক বা অন্য কোনো প্রযুক্তিগত কারণে অথবা দুর্বল নেটওয়ার্ক বা অন্য কোনো কারিগরি সমস্যার জন্য কাউকে প্রাপ্য খাদ্যশস্য থেকে বঞ্চিত করা যাবে না। 
 
প্রতিটি রেশন দোকানে যাতে বৈদ্যুতিন ওজন যন্ত্র থাকে এবং রেশন ডিলাররা স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে ওজন করেন তার উপর লক্ষ্য রাখতে রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে। বর্তমানে, বিভাগ থেকে বরাদ্দ করা মাসিক খাদ্যশস্যের প্রায় ৯০ শতাংশ রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বৈদ্যুতিন পয়েন্ট অফ সেল লেনদেনের মাধ্যমে বিতরণ করে।
 
CG/SD/AS/

(Release ID: 1808932) Visitor Counter : 308


Read this release in: English , Hindi , Kannada