সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ফাস্ট্যাগ সম্পর্কিত চ্যালেঞ্জ
Posted On:
23 MAR 2022 1:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২২
জাতীয় মহাসড়কের সব ফি প্লাজায় ফাস্ট্যাগ লাগানো হয়েছে। তবে, খুব কম যানবাহনের জন্য জাতীয় মহাসড়কের কয়েকটি প্লাজায় ফাস্ট্যাগের সুবিধা নেই। সেগুলি হলো:
২৫ই জাতীয় মহাসড়কের মুনাবাও-তানোট অংশের সুন্দ্রা গুঞ্জনগড় এবং থুইয়ালি প্লাজা।
৯২৫ নম্বর জাতীয় মহাসড়কের গাগরিয়া-বাওরি কালান-সেরওয়া-বাখাসার অংশ এবং ৯২৫এ জাতীয় মহাসড়কের সাতা-গন্ধব অংশের গারাদিয়া, সিঙ্ঘানিয়া ও ডুংরি ফি প্লাজা।
ফি প্লাজাগুলিতে ফাস্ট্যাগের মাধ্যমে যাতে ভুল করে টাকা কেটে না নেওয়া হয়, সেজন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নানা ব্যবস্থা গ্রহণ করেছে। কয়েকটি প্রধান পদক্ষেপের কথা বলা হলো:
ব্যবস্থা
|
প্রধান সুবিধা/ বৈশিষ্ট্য
|
|
|
জাতীয় মহাসড়কে সমস্ত ফি প্লাজায় ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট বাস্তবায়নের নির্দেশ
(২০২০ এবং ২০২১ সাল)
|
|
ইস্যুকারী ব্যাঙ্কগুলির জন্য পরিষেবা সংক্রান্ত চুক্তির মাপকাঠি
(২০১৯ এবং ২০২১ সাল)
|
অতিরিক্ত টাকা কেটে নেওয়া, দুবার টাকা কেটে নেওয়া, অনুমোদনহীন লেনদেন প্রভৃতি অভিযোগের নির্দিষ্ট সময়ভিত্তিক নিষ্পত্তি
|
ফি প্লাজাগুলিতে যাতে ১০০ শতাংশ অর্থ সংগ্রহই বৈদ্যুতিন মাধ্যমে হয়, সেজন্য সরকার জাতীয় মহাসড়কে ফি প্লাজার সবকটি লেনকেই ফাস্ট্যাগ লেন হিসেবে ঘোষণা করেছে। ১৫/১৬ই ফেব্রুয়ারি ২০২১-এর মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। এর ফলে, ফি প্লাজাগুলিতে অপেক্ষা এবং লাইনে দাঁড়িয়ে থাকার সময় কমেছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি এই তথ্য জানিয়েছেন।
CG/SD/SKD/
(Release ID: 1808735)
Visitor Counter : 132