জলশক্তি মন্ত্রক

কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সুজলাম ২.০ প্রচারাভিযানের সূচনা করেছেন

Posted On: 23 MAR 2022 2:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২২

 

বিশ্ব জলদিবস উপলক্ষে মঙ্গলবার জলশক্তি মন্ত্রকের আওতাধীন পানীয় জল ও স্যানিটেশন দপ্তরের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে সুজলাম ২.০ প্রচারাভিযানের সূচনা করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখওয়াত। তিনি বলেন, এবছরের বিষয় ভাবনা হল - ‘ভূগর্ভস্থ জল : অদৃশ্যকে দৃশ্যমান করে তোলা’। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই বিষয় ভাবনা শুধু গুরুত্বপূর্ণই নয়, সময়োপযোগীও বটে। তিনি বলেন, ‘আমরা হয়তো ভূগর্ভস্থ জল দেখতে পারছি না, কিন্তু এর প্রভাব সর্বত্র দৃশ্যমান! এই গুরুত্বপূর্ণ দিকটির উপর আলোকপাত করার জন্য মন্ত্রক সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গ্রে ওয়াটার পরিচালনার লক্ষ্যে সুজলাম ২.০ প্রচারাভিযানের সূচনা করেছে’। তিনি বলেন, গ্রে ওয়াটার ব্যবস্থাপনায় কাজ পরিচালনার জন্য স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ-এর দ্বিতীয় পর্যায় থেকে অর্থ নিয়ে তহবিল গঠন করা হয়েছে। এই প্রচারাভিযানের মাধ্যমে গ্রে ওয়াটার ব্যবস্থাপনার তাৎপর্যের বিষয় সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। এমনকি সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করে পঞ্চায়েত, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মতো প্রতিষ্ঠান এবং সমাজের বিভিন্ন স্তরে সম্মিলিত প্রয়াসে প্রচার চালানো হবে। 

ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ইউনিসেফের জল ও স্যানিটেশন বিভাগের প্রধান নিকোলাস অসবার্ট জানান, বিশ্বের প্রায় ২.২ বিলিয়ন মানুষ জল সঙ্কটের সম্মুখীন। তাই, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে এবং নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের পানীয় জল ও স্যানিটেশন দপ্তরের সচিব শ্রীমতী বিনি মহাজন, জলসম্পদ দপ্তরের সচিব শ্রী পঙ্কজ কুমার, গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী নগেন্দ্রনাথ সিনহা সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

 

CG/SS/SKD/



(Release ID: 1808733) Visitor Counter : 207