স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮১ কোটি ৫৬ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩৪ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ২৩ হাজার ৯১৩ হয়েছে; যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৮১

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৩৯ শতাংশ

Posted On: 22 MAR 2022 9:10AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ মার্চ, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ৫৬ লক্ষ ১ হাজার ৯৪৪।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ৩৪ লক্ষ ১৯ হাজার ৬৩৩টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০৩,১১৩

 

৯৯,৯১,৭০৪

 

৪৩,৬৯,৩৭৩

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১২,২৬০

 

,৭৪,৯০,৮৫৮

 

৬৬.৮৪,২৬২

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

৩৪,১৯,৬৩৩

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৬২,৯৪,৪৯৯

 

,৫৮,১৪,৯১০

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫,৩৮,৭৩,৪৩৭

 

৪৬,০২,০২,৩৪০

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২৬,২৬,৪০২

 

১৮,৩৯,৫৯,৭৮৪

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৬,৫২,৩৭৪

 

১১,৪৫,৮৩,২২৩

 

,০৮,২৩,৭৭২

 

 

প্রিকশন ডোজ

,১৮,৭৭,৪০৭

 

মোট

 

,৮১,৫৬,০১,৯৪৪

ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৩ হাজার ৯২৩ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ।

একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ৭০ হাজার ৫১৫।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮১ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৫ লক্ষ ৬৮ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৮ কোটি ৩৬ লক্ষ ১৩ হাজার ৬২৮।

দেশে সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩৯ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.২৮ শতাংশ।

 

CG/BD/SB


(Release ID: 1808131) Visitor Counter : 168