মানবসম্পদবিকাশমন্ত্রক

বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির ভারতে ক্যাম্পাস

Posted On: 21 MAR 2022 3:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২২
 
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতে উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলতে আগ্রহী। এছাড়াও, ইতালির ইন্সটিটিউটো ম্যারাঙ্গোনি এদেশে ফ্যাশন ও ডিজাইনিং-এর উচ্চ শিক্ষার জন্য একটি ক্যাম্পাস খুলতে আগ্রহ প্রকাশ করেছে। 
 
আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্যাম্পাস ভারত ও প্রতিবেশী রাষ্ট্রগুলির ছাত্রছাত্রীদের কাছে আন্তর্জাতিক মানের শিক্ষালাভের সুযোগ করে দেবে। 
 
২০২২-২৩ অর্থবর্ষের বাজেট পেশের সময় জানানো হয় যে, জিআইএফটি সিটিতে প্রথম সারির বিদেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক প্রযুক্তি, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের বিষয়ে যাতে পাঠদান করাতে পারে, সেই সুযোগ দেওয়া হবে। তবে, এই সব পাঠক্রমে দেশীয় নীতি-নির্দেশিকার মত বিষয়গুলি  স্থান পাবে না। এছাড়া আইএফএসসিএ-র আর্থিক পরিষেবা ও প্রযুক্তির জন্য উচ্চমানের মানবসম্পদ সৃষ্টিকারী পাঠক্রম এই নিয়মের বাইরে থাকবে। 
 
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। 
 
CG/CB/SB


(Release ID: 1808076) Visitor Counter : 114


Read this release in: English , Urdu , Gujarati