নীতিআয়োগ

নীতি আয়োগ ২১শে মার্চ পঞ্চম ‘উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া’ পুরস্কার প্রদান করবে

Posted On: 20 MAR 2022 3:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ মার্চ, ২০২২
 
নীতি আয়োগের মহিলা শিল্পোদ্যোগী মঞ্চ বা উইমেন এন্টারপ্রিনিওরশিপ প্ল্যাটফর্ম (ডব্লিউ ই পি) ২১ মার্চ পঞ্চম উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া অ্যাওয়ার্ড (ডব্লিউ টি আই) প্রদান করবে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপিত হচ্ছে। এই প্রেক্ষিতে এ বছর ডব্লিউটিআই পুরস্কার ৭৫ জনকে দেওয়া হবে। সহমর্মিতা ও জোটবদ্ধতার আদর্শে এবারের পুরস্কার যারা পাবেন, তাঁদের মধ্যে রয়েছেন – 
 
পুদুচেরীর প্রাক্তন উপ-রাজ্যপাল শ্রীমতী কিরণ বেদী; রাষ্ট্রসংঘের প্রাক্তন উপ-মহাসচিব লক্ষ্মী পুরী; ডিআরডিও-র অ্যারোনোটিকাল সিস্টেমস্ – এর মহানির্দেশক ডঃ টেসি টমাস; স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য; ন্যাসকম – এর সভাপতি দেবযানী ঘোষ; গায়িকা ইলা অরুণ; দূরদর্শনের প্রাক্তন সংবাদ পাঠিকা সলমা সুলতান; অ্যাপেলো হসপিটালস্ – এর জয়েন্ট ম্যানেজিং ডায়রেক্টর ডঃ সঙ্গীতা রেড্ডি; ড্য মিলানো লেদার্স – এর ম্যানেজিং ডায়রেক্টর শিবানী মালিক।  
 
২০২১ সালের পয়লা অক্টোবর থেকে এ বছরের ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত ডব্লিউটিআই পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। যে ৭টি বিভাগে মনোনয়নপত্রগুলি জমা পড়েছে, সেগুলি হল – ১) সর্বসাধারণের জন্য এবং সম্প্রদায়গতভাবে পরিষেবা প্রদান; ২) উৎপাদন ক্ষেত্র; ৩) উৎপাদন বহির্ভূত ক্ষেত্র; ৪) অর্থনৈতিক বিকাশকে শক্তিশালী করার জন্য আর্থিক পণ্য; ৫) জলবায়ু পরিবর্তন সমস্যার সমাধান; ৬) শিল্প, সংস্কৃতি ও হস্তশিল্পে উৎসাহদান এবং ৭) ডিজিটাল উদ্ভাবন। 
 
ডব্লিউইপি মহিলা শিল্পোদ্যোগীদের উৎসাহ দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ পর্যন্ত ৭৭টি কর্মসূচিতে ৯০০ জন মহিলা ডব্লিউইপি থেকে উপকৃত হয়েছেন।
 
২১শে মার্চ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন –  https://tinyurl.com/WTIAwards
 
CG/CB/SB


(Release ID: 1807527) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu