স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে


১২ থেকে ১৪ বছর বয়সীদের ১৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২৬ হাজার ২৪০, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬১

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪১ শতাংশ

Posted On: 20 MAR 2022 9:24AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২০ মার্চ, ২০২২


দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮১ কোটি ২১ লক্ষ ১১ হাজার ৬৭৫। ১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ১৭ লক্ষ ৩৬ হাজার ৪৬৪টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৩,০৩৬

দ্বিতীয় ডোজ

৯৯,৯০,৩৭৭

প্রিকশন ডোজ

৪৩,৫৮,২৮২

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১২,১৫০

দ্বিতীয় ডোজ

,৭৪,৮৮,৫০৬

প্রিকশন ডোজ

৬৬,৬৩,৭৬৮

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

১৭,৩৬,৪৬৪

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৬২,০৩,৫৮১

দ্বিতীয় ডোজ

,৫৪,৮১,৭৯২

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৩৭,৭৭,২৪৯

দ্বিতীয় ডোজ

৪৫,৯৪,০৫,৪২১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৬,১১,০৩১

দ্বিতীয় ডোজ

১৮,৩৭,৬৬,০৩৪

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৬,৪২,৩৫৪

দ্বিতীয় ডোজ

১১,৪৪,৬০,১৭৮

প্রিকশন ডোজ

,০৭,১১,৪৫২

প্রিকশন ডোজ

,১৭,৩৩,৫০২

মোট

,৮১,২১,১১,৬৭৫

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ২৬ হাজার ২৪০, যা মোট আক্রান্তের ০.০৬ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৯৬ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার ১২২।

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৬১।

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৩১ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৮ কোটি ২৬ লক্ষ ৬০ হাজার ৬৫৮

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪১ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৪১ শতাংশ।


CG/BD/AS/


(Release ID: 1807432) Visitor Counter : 173