ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
ভারতীয় মানক ব্যুরো (বিআইএস) পানীয় জল সম্পর্কিত দুটি ভারতীয় মানক প্রণয়ন করেছে : কেন্দ্র
Posted On:
16 MAR 2022 6:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ মার্চ, ২০২২
কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, ভারতীয় মানক ব্যুরো (বিআইএস) পানীয় জল সম্পর্কিত দুটি ভারতীয় মানক প্রণয়ন করেছে। এগুলি হল পানীয় জল - স্পেসিফিকেশন সম্পর্কিত আইএস ১০৫০০:২০১২ এবং পাইপ বাহিত জল সরবরাহের জন্য প্রয়োজনীয় পানীয় জল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কিত আইএস ১৭৪৮২:২০২০।
সারা দেশে যে সমস্ত অসামরিক সংস্থা বাড়িতে জল সরবরাহের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে গুণমান সম্পর্কিত এই মানক বাধ্যতামূলক নয়।
জল সরবরাহ রাজ্য এক্তিয়ারভুক্ত বিষয়। তাই, জল সরবরাহ পরিকল্পনা, পরিচালনা ও সরবরাহ বজায় রাখার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকার / শহরাঞ্চলীয় স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির দায়িত্ব।
ভারত সরকার ২০১৯-এর আগস্ট থেকে রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে জল জীবন মিশন - 'হর ঘর জল' কর্মসূচি রূপায়ণ করছে। এই কর্মসূচির উদ্দেশ্য হল, ২০২৪-এর মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে দীর্ঘ মেয়াদি ভিত্তিতে নিয়মিত গুণগত মানের পানীয় জল সরবরাহ করা। বর্তমান নীতি-নির্দেশিকা অনুযায়ী জল জীবন মিশনের আওতায় আইএস ১০৫০০:২০১২ মানক নিরাপদ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে গ্রহণ করা হবে। এই প্রেক্ষিতে রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জলে বিভিন্ন রাসায়নিক পদার্থের মান বছরে অন্তত একবার এবং পানীয় জলে ব্যাক্টেরিয়া বা জীবাণু সংক্রান্ত মান বছরে দু-বার পরীক্ষা করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
CG/BD/AS/
(Release ID: 1806876)
Visitor Counter : 630