প্রতিরক্ষামন্ত্রক
আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে : সীমান্ত এলাকায় ২৭টি দুই-লেনবিশিষ্ট ৭০ মডিউলার শ্রেণীর ব্রিজ নির্মাণের জন্য জিআরএসই-র সঙ্গে বিআরও-এর মউ স্বাক্ষর
प्रविष्टि तिथि:
15 MAR 2022 7:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২২
সীমান্ত সড়ক সংস্থা (বিআরও) এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) ৭.৫ মিটারের ২৭টি ক্যারেজঅ্যাওয়ে দুই-লেনবিশিষ্ট গ্যালভানাইজড মডিউলার শ্রেণীর ব্রিজ তৈরি, তা সরবরাহ এবং সেগুলি চালু করার জন্য একটি সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করেছে। ৬০ কোটি টাকার বিনিময়ে দুই বছরের মেয়াদে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ নতুন দিল্লিতে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন সীমান্ত সড়ক সংস্থার মহানির্দেশক ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরি এবং জিআরএসই-র কার্যনির্বাহী চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর কমোডর (অবসরপ্রাপ্ত) পি.আর.হরি।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গঠনের যে পরিকল্পনা নিয়েছেন তার সঙ্গে সঙ্গতি রেখে এবং উন্নত পরিকাঠামো গড়ে তুলে দেশবাসীর প্রত্যাশা পূরণে সীমান্ত সড়ক সংস্থা ইতিমধ্যেই ইন্ডিয়ান রোড কংগ্রেস লোড ক্লাস ৭০ শ্রেণীর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৪০ ফুট দীর্ঘ দুই-লেনবিশিষ্ট একটি মডিউলার ব্রিজের সফল পরীক্ষা চালিয়েছে। জিআরএসই-র পক্ষ থেকে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত বছরের ২৮ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং জাতির উদ্দেশে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ধরনের প্রথম ব্রিজ উৎসর্গ করেন। সিকিমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট উচ্চতায় ‘ফ্ল্যাগ হিল-ডোকালা’ সড়কে এই ব্রিজটি বসানো হয়েছে।
সীমান্ত সড়ক সংস্থা এবং জিআরএসই-র মধ্যে এ ধরনের ব্রিজের একাধিক সফল পরীক্ষানিরীক্ষার পর দুই সংস্থার মধ্যে আজকের সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত সমঝোতাপত্র অনুযায়ী জিআরএসই ইন্ডিয়ান রোড কংগ্রেস লোড ক্লাস ৭০ শ্রেণীর ২৭টি দুই-লেনবিশিষ্ট মডিউলার ব্রিজ তৈরি করে তা সরবরাহ করবে। এই ব্রিজগুলি উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ একাধিক সড়কে বসানো হবে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে জিআরএসই-র তৈরি দুই-লেনবিশিষ্ট মডিউলার ইস্পাত নির্মিত এই ব্রিজগুলি ১০০ শতাংশই স্বদেশী। স্বাক্ষরিত সমঝোতাপত্রের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, জিআরএসই-র পক্ষ থেকে সরবরাহ করার ৪৫ দিনের মধ্যে এ ধরনের ব্রিজগুলির সূচনা হবে। দেশে সড়ক পরিকাঠামোর মানোন্নয়নে এ ধরনের ব্রিজগুলি আমূল পরিবর্তন নিয়ে আসবে। একইসঙ্গে, ইন্ডিয়ান রোড কংগ্রেস লোড ক্লাস ৭০ মানক অনুযায়ী নির্মিত মডিউলার এই ব্রিজগুলি সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনাগত প্রস্তুতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজ স্বাক্ষরিত এই সমঝোতাপত্রটি আত্মনির্ভর হয়ে ওঠার পাশাপাশি দেশ গঠনে সীমান্ত সড়ক সংস্থার অঙ্গীকারকেই প্রতিফলিত করে। দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় রেখে স্বাক্ষরিত সমঝোতাপত্রটি সীমান্ত লাগোয়া এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
CG/BD/DM/
(रिलीज़ आईडी: 1806653)
आगंतुक पटल : 194