স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

মহিলাদের মধ্যে রক্তাল্পতা রোগের মোকাবিলায় গৃহীত প্রয়াস

Posted On: 15 MAR 2022 4:58PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ মার্চ, ২০২২

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ২০২০ সালের ১৪ই এপ্রিল সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ‘কোভিড-১৯ অতিমারীর প্রাদুর্ভাবের সময় অত্যাবশ্যক স্বাস্থ্য পরিষেবার সরবরাহ’ শীর্ষক নির্দেশিকা জারি করেছিল। ২৪শে মে ২০২০ তারিখে ‘কোভিড অতিমারী এবং তার পরবর্তী সময়ে প্রসূতি, নবজাত, শিশু ও বয়ঃসন্ধিতে সকলের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবার সংস্থান’ শীর্ষক আরেকটি নির্দেশিকা জারি করে।

এই নির্দেশিকাগুলিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কয়েকটি নির্দিষ্ট বয়স সীমার মানুষের কাছে আয়রন ফলিক অ্যাসিডের পরিপূরকের সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছিল। এই গোষ্ঠীগুলি হলো ৬-৫৯ মাসের প্রাক বিদ্যালয়ের পর্যায়ের শিশু, ৫-৯ বছরের শিশু, ১০-১৯ বছরের কিশোর-কিশোরী, গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলা। 

আশা/ অঙ্গনওয়াড়ি কর্মীদের মতো করোনার প্রথমসারির যোদ্ধাদের মাধ্যমে গ্রামে গ্রামে আয়রন ফলিক অ্যাসিডের পরিপূরক সরবরাহ করার পরামর্শও দেওয়া হয়। 

ভারত সরকার স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণের জন্য অ্যানিমিয়া মুক্ত ভারত ই-ট্রেনিং মডিউলও প্রকাশ করেছে। 

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এইসব প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়ার কথাও বলা হয়েছে। রক্তাল্পতার মোকাবিলায় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ২০২১-২২ সালের বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ৮০৪৩.৬০ লক্ষ টাকা। অসমের জন্য বরাদ্দ হয়েছে ১১৩৬০.৩৩ লক্ষ টাকা। কর্ণাটকের জন্য ১৩২৮৯.৯০ লক্ষ টাকা, কেরলের জন্য ২০১০৩.০০ লক্ষ টাকা, মহারাষ্ট্রের জন্য ২৯৬০৭.৯৮ লক্ষ টাকা, রাজস্থানের জন্য ৭৩৪৮.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন। 

 

CG/SD/SKD/



(Release ID: 1806640) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Manipuri