স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোউইন পোর্টালের সুবিধা

Posted On: 15 MAR 2022 5:00PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ মার্চ, ২০২২

 

দেশের কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির বিশদ বিবরণ পাওয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম হলো কোউইন পোর্টাল। টিকা প্রস্তুতকারক, প্রশাসক, টিকা যাচাইকারী, টিকা গ্রহীতা, সরকারি ও বেসরকারি টিকাদান কেন্দ্র সহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে সংযোগ স্থাপন করে কোউইন। এই প্ল্যাটফর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো – (১) মিশ্র নথিভুক্তিকরণ – সুবিধাভোগীরা অনলাইনে বা সরাসরি টিকাদান কেন্দ্রে গিয়ে, দুভাবেই নিজেদের নাম নথিবদ্ধ করতে পারেন। (২) সুবিধাভোগীরা তাদের পছন্দ মতো স্থান ও সময়ে অনলাইন স্লট বুক করতে পারেন। (৩) টিকাকরণের সময়সূচির উপর নজর রাখা যায়। (৪) সঙ্গে সঙ্গে টিকাকরণের ডিজিটাল শংসাপত্র পাওয়া যায়, প্রয়োজন হলে তাতে সংশোধনও করা যায়। (৫) বহুভাষিক এই পোর্টালে ১২টি ভাষায় কাজ করা সম্ভব। (৬) টিকাদানকারীর সুবিধার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন থাকে। (৭) টিকার মজুত ভাণ্ডার  পরিচালন ব্যবস্থা। (৮) টিকাদানের আগাম সময়সূচি প্রকাশ। (৯) প্রতিমুহূর্তের খবর জানাতে ড্যাশবোর্ড। (১০) টিকাকরণের পর অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে তার হিসেব রাখা। (১১) টিকাকরণের ডিজিটাল শংসাপত্রের হিসেবে রাখা। (১২) সুবিধা ভিত্তিক ব্যবহার।

রেকর্ড সময়ে বিপুল মাত্রার পারস্পরিক সম্পর্ক যুক্ত এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছিল। কোউইন-এর সঙ্গে আরোগ্য সেতু, উমঙ্গ-এর মতো অন্য সরকারি মোবাইল অ্যাপগুলিরও সংযোগ রয়েছে। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন – যে কোনো যন্ত্রের মাধ্যমেই এই প্ল্যাটফর্মের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। সুবিধাভোগীরা তাদের বিভিন্ন ধরণের প্রয়োজন মেটাতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। টিকাকরণের প্রতিটি পর্যায়ে বিভিন্ন গোষ্ঠীর প্রয়োজন মেটাতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই নতুন ব্যবহারকারীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য এই প্ল্যাটফর্ম নিজেকে তাদের উপযোগী করে নিয়েছে। নথিভুক্ত ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্ম থেকে টিকাদানের দিন ও সময়, দ্বিতীয় ডোজের তারিখ, সতর্কতামূলক ডোজের তারিখ মনে করিয়ে দিয়ে তাদের নথিবদ্ধ মোবাইল নম্বরে মেসেজ পেয়েছেন। 

৯টি দেশ ভারতের এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে চেয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার আজ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন।  

 

CG/SD/SKD/



(Release ID: 1806629) Visitor Counter : 158


Read this release in: English , Malayalam , Urdu , Manipuri