জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

সাগরমালা প্রকল্পের আওতায় কেন্দ্রীয় অর্থনৈতিক অঞ্চল

प्रविष्टि तिथि: 15 MAR 2022 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২২

 

সাগরমালা কর্মসূচির জাতীয় পরিকল্পনার পরিপ্রেক্ষিতে তামিলনাডু রাজ্যের ৩টি সহ ১৪টি উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল (সিইজেড) – এর বিষয়গুলি বিবেচনা করা হয়েছে। পরবর্তী সময়ে একটি প্রাতিষ্ঠানিক পরিকাঠামো তৈরি এবং বন্দর-ভিত্তিক শিল্পায়ন গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করার জন্য পাইলট-ভিত্তিতে একটি সিইজেড প্রকল্প তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। 

শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উৎসাহদানের জন্য দপ্তরের (ডিপিআইআইটি) প্রশাসনিক নিয়ন্ত্রণাধীনের আওতায় ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডর ডেভেলপেমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ট্রাস্ট (এনআইসিডিআইটি) সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে অংশীদারিত্বে জাতীয় শিল্প করিডর কর্মসূচির অঙ্গ হিসাবে বিভিন্ন শিল্প করিডর প্রকল্পগুলির উন্নতিসাধনের পরিকল্পনা নিয়েছে। এর মূল্য লক্ষ্যই হ’ল – দেশে গ্রিন ফিল্ড শিল্পাঞ্চলের উন্নয়ন। প্রধান বন্দরগুলির মাধ্যমে শিল্পায়নের জন্য ৮ হাজার একরেরও বেশি জমি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ২ লক্ষেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল।

 

CG/SS/SB


(रिलीज़ आईडी: 1806297) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Tamil