খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক
অপারেশন গ্রিনস্-এর আওতায় পাইলট প্রকল্প
Posted On:
15 MAR 2022 12:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০২২
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক ২০১৮ সালের নভেম্বর মাস থেকে নির্বাচিত ক্লাস্টারে টমেটো, পেঁয়াজ ও আলু (টপ) ফসলের সমন্বিত মূল্য-শৃঙ্খল বিকাশের জন্য অপারেশন গ্রিনস্ প্রকল্প বাস্তবায়িত করেছে। এই প্রকল্পের সূচনা থেকে মোট ৩৬৩.৩০ কোটি টাকা মূল্যের প্রকল্প ব্যয় সহ ৬টি মূল্য-শৃঙ্খল উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ১৩৬.৮২ কোটি টাকা অনুদান এবং ২২৬.৪৮ কোটি টাকা ব্যক্তিগতভাবে বিনিয়োগ করা হয়েছে।
লোকসভায় আজ লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
CG/SS/SB
(Release ID: 1806296)
Visitor Counter : 150