গ্রামোন্নয়নমন্ত্রক
গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্যোগে ‘জেন্ডার সংবাদ’-এর আয়োজন
प्रविष्टि तिथि:
13 MAR 2022 6:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মার্চ, ২০২২
দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন (ডিএওয়াই – এনআরএলএম) – এর উদ্যোগে ৩৪টি রাজ্যের ৩ হাজারেরও বেশি রাজ্য মিশন কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তৃতীয় পর্বের ‘জেন্ডার সংবাদ’ – এ অংশগ্রহণ করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীনস্ত ডিএওয়াই – এনআরএলএম উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ জুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসাবে এই কর্মসূচি পালন করা হল। তৃতীয় পর্বের ‘জেন্ডার সংবাদ’ – এর মূল ভাবনা ছিল ‘মহিলাদের যৌথ উদ্যোগে খাদ্য ও পুষ্টির নিশ্চয়তাদান’। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে গ্রামোন্নয়ন মন্ত্রক যে বিশেষ সপ্তাহ উদযাপন করেছে, তার মূল বিষয় ছিল – নতুন ভারতের মহিলা।
জাতীয় ও রাজ্য গ্রামীণ জীবন জীবিকা মিশনের উদ্যোগে বিভিন্ন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের গৃহীত নানা পদক্ষেপের কথা অনুষ্ঠানে তুলে ধরেন। মন্ত্রকের সচিব শ্রী নগেন্দ্র নাথ সিনহা বলেন, মহিলাদের যৌথ উদ্যোগে বিভিন্ন অভ্যাসের পরিবর্তন ঘটানো সম্ভব। মন্ত্রকের যুগ্মসচিব শ্রীমতী মিতা কেজরিওয়াল খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মন্ত্রকের বিভিন্ন কর্মসূচীর কথা তুলে ধরেন। নীতি আয়োগের সদস্য ডাঃ বিনোদ কুমার পাল স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে জীবনযাত্রায় পরিবর্তন আনার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, অপুষ্টি এবং সদ্যোজাত ও নাবালকদের যথাযথ খাদ্যাভ্যাস গড়ে তুলতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে বিহার, মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের রাজ্য মিশন ডায়রেক্টর এবং কম্যুনিটি রিসোর্স পার্সনরা ডিএওয়াই – এনআরএলএম – এর আওতায় গৃহীত তাদের বিভিন্ন পদক্ষেপের কথা উপস্থাপন করেন।
CG/CB/SB
(रिलीज़ आईडी: 1805600)
आगंतुक पटल : 233