ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

মান নিয়ন্ত্রণের নির্দেশ লঙ্ঘনের দায়ে ভারতীয় মান নির্ণায়ক ব্যুরো ১০৩২ টি প্রেসার কুকার এবং ৯৩৬ টি হেলমেট বাজেয়াপ্ত করেছে


কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা সংস্থা অনলাইনে গুণগত মান বিহীন প্রেসার কুকার অনলাইনে বিক্রি করে এমন ই-কমার্স সংস্থা এবং বিক্রেতাদের বিরুদ্ধে ১৫ টি নোটিশ জারি করেছে

Posted On: 12 MAR 2022 3:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ, ২০২২
 
নির্ধারিত মান লঙ্ঘনের করে গৃহস্থালীর পণ্য বিক্রির বিরুদ্ধে উপভোক্তাদের সতর্ক করতে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা সংস্থা, সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
 
উপভোক্তা সুরক্ষা আইন,২০১৯- এর অধীনে ক্ষমতা প্রয়োগের মাধ্যমে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা সংস্থা বা সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি সুস্পষ্টভাবে জানিয়েছে যে, আইএসআই চিহ্ন ধারণ করে না বরং তা লঙ্ঘন করে এমন গৃহস্থালি সামগ্রী কেনার বিরুদ্ধে গ্রাহকদের সতর্ক হতে হবে। এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার সুস্পষ্টভাবে জানিয়েছে যে গৃহস্থালির সামগ্রীতে আইএসআই চিহ্ন বাধ্যতামূলক।
 
কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা সংস্থা নিম্নলিখিত গৃহস্থালি পণ্য গুলির ওপর বিজ্ঞপ্তি জারি করেছে-
 
১) বৈদ্যুতিক ইমারশন ওয়াটার হিটার।
২) বৈদ্যুতিক ইস্ত্রি।
৩) গৃহস্থালীর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সুইচ।
৪) গৃহস্থালির কাজে ব্যবহৃত গ্যাস স্টোভ।
৫) মাইক্রোওয়েভ ওভেন।
৬) খাদ্যদ্রব্য প্যাকিং এর জন্যে অ্যালুমিনিয়াম ফয়েল।
৭) হ্যান্ড- হেল্ড ব্লেন্ডার।
৮) গৃহস্থালীতে ব্যবহৃত বৈদ্যুতিক ফুট মিক্সার এবং গ্রাইন্ডার।
৯) দ্বিচক্রযানের জন্য ব্যবহৃত হেলমেট।
১০) সেলাই মেশিন।
১১) রান্নার গ্যাসের সিলিন্ডার।
 
এর আগে নির্ধারিত মান লঙ্ঘন করে এমন হেলমেট, প্রেসার কুকার এবং রান্নার গ্যাস সিলিন্ডার কেনার বিরুদ্ধে উপভোক্তাদের সতর্ক করতে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা সংস্থা গত ৬ই ডিসেম্বর ২০২১ সালে একটি নিরাপত্তা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল। এই বিজ্ঞপ্তি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন শিল্পক্ষেত্রের সংগঠন এবং উপভোক্তাদের সংগঠন ও আইনগত সংস্থাগুলিকে পাঠানো হয়েছে।
 
এটি উল্লেখ করা যেতে পারে যে, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির চিফ কমিশনার নিধি খারে, ই-কমার্স সংস্থা এবং বিক্রেতাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন। যেখানে বাধ্যতামূলক মান লঙ্ঘন করে অনলাইনে প্রেসার কুকার বিক্রি করা হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। এই ধরনের ক্ষেত্রে মোট ১৫ টি নোটিশ জারি করা হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অ্যাক্ট-২০১৬ অনুযায়ী এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
 
শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এই ধরনের ক্ষেত্রে কারাদণ্ড এবং জরিমানার ব্যবস্থা রয়েছে। 
 
আইএসআই চিহ্ন নেই এরকম মোট ৯৩৬ টি হেলমেট বাজেয়াপ্ত করা হয়েছে। প্রেসার কুকার বাজেয়াপ্ত করা হয়েছে মোট ১০৩২ টি।
 
 
CG/ SB


(Release ID: 1805445) Visitor Counter : 142