আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ট্রাইবস ইন্ডিয়া আবারও তার আকর্ষণীয় প্রাণবন্ত উপজাতীয় পণ্যের বিপুল সম্ভার নিয়ে উপস্থিত

Posted On: 11 MAR 2022 3:31PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২২

 

বসন্ত এসে গেছে। তার প্রাণের স্পন্দনের সঙ্গে দুয়ারে উঁকি দিচ্ছে হোলির বর্ণময় উৎসব, চারিধার জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ। কোভিড অতিমারীর প্রাদুর্ভাব হ্রাস এই উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলেছে। আনন্দ উৎসবের ঋতু উদযাপনে ট্রাইবস ইন্ডিয়া তার আকর্ষণীয় প্রাণবন্ত উপজাতীয় পণ্যের বিপুল সম্ভার নিয়ে এসেছে। 

ট্রাইবস ইন্ডিয়ার হোলি সম্ভারে রয়েছে রং বেরং-এর শাড়ি, কুর্তা, পোশাক, স্টোল প্রভৃতি। সমৃদ্ধ ঐতিহ্য সম্পন্ন মাহেশ্বরী, চান্দেরি, বাগ, কাঁথা, ভান্ডারা, তসর, সম্বলপুরি, পচমপল্লী, ইক্কাতের মতো শাড়িও রয়েছে এই সম্ভারে। 

এছাড়া রয়েছে, জৈব আবির, জৈব সাবান, শ্যাম্পু, ভেষজ তেলের প্যাক, শরবত, স্কোয়াশ, কাজুর মতো শুকনো ফল, নানা ধরণের মধুর মতো বহু প্রাকৃতিক ও ভেষজ পণ্য। এইসব পণ্য রাখা হয়েছে ডোকরার চমৎকার কাজ করার পাত্রে। 

জৈব হলুদ, শুকনো আমলা, বনের মধু, কালো মরিচ, রাগি, ত্রিফলা, মুগ ডাল, অড়হর ডাল, সাদা মটরশুটি, ডালিয়ার মতো প্রাকৃতিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বিভিন্ন পণ্য রয়েছে। আছে নানা ধরণের শিল্পকর্ম। ওয়ারলি শৈলী, পটচিত্র প্রভৃতি। রয়েছে হাতে তৈরি ডোকরার গয়না থেকে শুরু করে উত্তর – পূর্বের ওয়াঞ্চো ও কোনিয়াক উপজাতির তৈরি পুঁতির মালা, পুতুল থেকে শুরু করে খেলনা, ধাতব শিল্প থেকে শুরু করে বাঁশের পণ্য। 

আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে তাদের ক্ষমতায়নের লক্ষ্যে আদিবাসী সমবায় বিপণন উন্নয়ন ফেডারেশন (ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড - ট্রাইফেড) তাদের তৈরি পণ্য বিপণনের ব্যবস্থা করেছে। ট্রাইবস ইন্ডিয়া নেটওয়ার্কের মাধ্যমে এই পণ্যগুলির প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এর জন্য রয়েছে ট্রাইবস ইন্ডিয়ার ১১৯টি দোকান এবং ই-কমার্স প্ল্যাটফর্ম (www.tribesindia.com)। এখানে এক ছাদের তলায় দেশের বিভিন্ন প্রান্তের সব ধরণের উপজাতীয় পণ্য পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক উৎপাদন, হস্তশিল্প এবং তাঁতের মাধ্যমে ফুটে উঠছে উপজাতীয় জীবনের চালচিত্র। 

এইসব উপজাতীয় পণ্যগুলি উপহার হিসেবে চমৎকার। এগুলি আকর্ষণীয় মোড়কে মুড়ে উপহার দেওয়া যেতে পারে। এই মোড়কগুলিও জৈব উপাদানে তৈরি, এগুলি প্রকৃতির সঙ্গে মিশে যায়। এর ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার শ্রীমতী রিনা ঢাকা।

 

CG/SD/SKD/


(Release ID: 1805249) Visitor Counter : 172