প্রতিরক্ষামন্ত্রক
পরিবর্তনশীল, অনিশ্চিত, জটিল এবং সন্দেহজনক পরিস্থিতি মোকাবিলায় উদ্ভাবনী পদ্ধতির জন্য আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষা সচিব
Posted On:
10 MAR 2022 12:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২২
আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেস (এএফএমএস) এবং মার্কিন-ভারত প্রশান্ত মহাসাগরীয় কমান্ড (ইউএসআইএনডিওপিএসিওএম) – এর উদ্যোগে চার দিনের ইন্দো-প্যাসিফিক মিলিটারি হেলথ এক্সচেঞ্জ (আইপিএমএইচই – ২০২১-২২) – এর সম্মেলনের আজ শেষ দিনে সমাপ্তি ভাষণ দিয়েছেন প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভার্চ্যুয়াল মোডে এই সম্মেলন আয়োজনের জন্য এএফএমএস এবং ইউএসআইএনডিওপিএসিওএম-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য একজন ইউনিফর্মধারী স্বাস্থ্য পেশাদার কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সম্মেলনের বিষয়ভাবনা ছিল – বিশ্বে পরিবর্তনশীল, অনিশ্চিত, জটিল এবং সন্দেহজনক পরিস্থিতিতে সামরিক স্বাস্থ্যসেবা। প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং গত ৭ই মার্চ এই সম্মেলনের উদ্বোধন করেছিলেন। চার দিনের এই সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা অভিযান চালানো, চিকিৎসা পরিষেবা, ওষুধ, অ্যানাস্থেসিয়া, সার্জারি সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। ৩৮টিরও বেশি দেশের ৬০০-রও বেশি ভারতীয় এবং বিদেশি প্রতিনিধিরা এতে অংশ নেন। নিরন্তর গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে সমস্ত ক্ষেত্রে আপডেট থাকার প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রতিরক্ষা সচিব। বিশ্ব পর্যায়ের স্বাস্থ্য পরিষেবা, কোভিড-১৯ মোকাবিলা, বিশ্বে পরিবর্তনশীল, অনিশ্চিত, জটিল ও সন্দেহজনক পরিস্থিতিতে গবেষণা ও উদ্ভাবনী বিষয়ের উপর কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ডঃ অজয় কুমার বলেন, যুদ্ধ ও সংঘাতের সময় এই স্বাস্থ্য পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সম্মেলনের শেষ দিনে ভারত ও মার্কিন বিশেষজ্ঞরা এই পরিবর্তনশীল পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত বুদ্ধিমত্তার তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
CG/SS/SB
(Release ID: 1804913)
Visitor Counter : 173