আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

Posted On: 08 MAR 2022 11:52AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২২


ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ২১৭ অনুচ্ছেদের ১ নম্বর ধারার ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে মণিপুর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি শ্রী আহনথেম বিমল সিং-কে ঐ আদালতের বিচারপতি হিসাবে নিযুক্ত করেছেন। বিচারপতি সিং যেদিন থেকে কার্যভার গ্রহণ করবেন, সেদিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।

বিচার বিভাগ (নিয়োগ দপ্তর) আইন ও বিচার মন্ত্রক

CG/CB/SB


(Release ID: 1803980) Visitor Counter : 167