প্রতিরক্ষামন্ত্রক

বহুপাক্ষিক নৌ মহড়া মিলান ২০২২ সমাপ্ত

Posted On: 05 MAR 2022 3:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ মার্চ, ২০২২
 
মিলান-এর ১১ তম সংস্করণের সমুদ্র পর্বের মহড়া শেষ হয়েছে । এই মহড়ায় ২৬টি জাহাজ, একটি ডুবো জাহাজ এবং ২১টি বিমান যোগ দেয়। অংশগ্রহণকারী দেশগুলির নৌবাহিনীর মধ্যে সমন্বয়, পারস্পরিক বোঝাপড়া এবং সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নৌ অভিযানের তিনটি ধাপে এই মহড়া পরিচালিত হয়।
 
মার্কিন পি৮এ বিমান এই সামুদ্রিক মহড়ায় অংশ নেয় । হেলিকপ্টার মহড়া চলাকালীন, ক্রস ডেক ল্যান্ডিং অপারেশন পরিচালিত হয়।  অংশগ্রহণকারী দেশের জাহাজগুলিও ভারতীয় নৌবাহিনীর ট্যাঙ্কারের সঙ্গে সমুদ্রে জ্বালানি ভর্তির জন্য মহড়া চালায়।
 
মিলান ২২-এর সমাপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী জাহাজের কমান্ডিং অফিসাররা হেলিকপ্টার এবং নৌকায় করে আইএনএস জলশওয়ায় পৌঁছন।  ভার্চুয়াল মাধ্যমে ছটি বিদেশি জাহাজ অংশ নেয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ফ্লিটের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং রিয়ার অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা।  এই মহড়া সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।  অংশগ্রহণকারী দেশগুলির কমান্ডিং অফিসাররা মিলান-২২এর উপকূলীয় ও সামুদ্রিক পর্বের যথাযথ পরিকল্পনার প্রশংসা জানান।
 
CG/SS


(Release ID: 1803253) Visitor Counter : 175