স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৮ কোটি ৫৫ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ লক্ষে ৬২ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯২১

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৮৭৮

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৪ শতাংশ

Posted On: 05 MAR 2022 9:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ২৪ লক্ষ ৬২ হাজার ৫৬২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৮ কোটি ৫৫ লক্ষ ৬৬ হাজার ৯৪০।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 


 

প্রিকশন ডোজ

,০৪,০১,৯৮১


 

৯৯,৭৩,৫৫৪


 

 

৪২,২৯,০৪৯

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

,৮৪,১০,২৬৫


 

,৭৪,৫৫,৪৪৪

 

৬৩,৫৩,৪৪৮

 

 

১৫-১৮ বছর বয়সী


 

 

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ

,৫২,৬৩,২৯৬


 

,০১,৫৭,৯১০

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ

৫৫,২৩,৬৮,০০২


 

৪৪,৮৩,৩০,৪৬৪

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ

২০,২৩,৬৪,৬৪৪


 

১৮,১০,৭৯,৯৮৬

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ


 

দ্বিতীয় ডোজ


 

প্রিকশন ডোজ

১২,৬৪,৮৪,৩৯০


 

১১,২৭,৬৯,৭৭২

 

৯৯,২৪,৭৩৫

 

 

প্রিকশন ডোজ

,০৫,০৭,২৩২

 

মোট

 

,৭৮,৫৫,৬৬,৯৪০

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬৩ হাজার ৮৭৮ হয়েছে, যা মোট আক্রান্তের ০.১৫ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ৪০ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৭ কোটি ১৯ লক্ষ ১৪ হাজার ২৬১।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৪ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৩ শতাংশ।

 

CG/SS/SB


(Release ID: 1803244) Visitor Counter : 145