যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
প্রযুক্তি-নির্ভর উন্নয়ন নিয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ
Posted On:
02 MAR 2022 7:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মার্চ, ২০২২
কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০২২-এর সাধারণ বাজেটে যে সমস্ত ঘোষণা করেছেন, তার কার্যকর রূপায়ণ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে একগুচ্ছ ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। এই ওয়েবিনারগুলিতে বিভিন্ন ক্ষেত্রে বাজেট ঘোষণার কৌশলগত রূপায়ণ নিয়ে আলাপ-আলোচনার জন্য সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান সহ অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের এক মঞ্চে নিয়ে আসা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়, অন্যান্য মন্ত্রক/দপ্তরের সহযোগিতায় আজ প্রযুক্তি-নির্ভর উন্নয়ন নিয়ে এক ওয়েবিনার আয়োজন করে। পূর্ণাঙ্গ সভায় প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে ওয়েবিনারের সূচনা হয়।
বাজেট পরবর্তী ওয়েবিনার আয়োজনের যৌক্তিকতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কিভাবে আমরা সর্বাত্মক প্রয়াস নিয়ে বাজেটের ঘোষণাগুলির দ্রুত ও অবাধ রূপায়ণ করে তার সুফল পেতে পারি, তা নিয়ে আলাপ-আলোচনার জন্যই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, জিওস্পেশিয়াল সিস্টেম, ড্রোন, সেমিকন্ডাক্টর, মহাকাশ প্রযুক্তি, জেনোমিক্স, ফার্মাসিউটিকাল এবং ফাইভ-জি’র মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে বাজেটে যে গুরুত্ব দেওয়া হয়েছে, সেকথাও উল্লেখ করেন। তিনি আরও জানান, এবারের বাজেটে ফাইভ-জি স্পেকট্রাম বন্টনের লক্ষ্যে এক সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং দেশে ফাইভ-জি প্রযুক্তি ক্ষেত্রে এক অনুকূল বাতাবরণ গড়ে তুলে ডিজাইন বা সৃজনশীল সামগ্রী উৎপাদনের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচি শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বেসরকারি সংস্থাগুলিকে এই ক্ষেত্রগুলিতে প্রয়াস আরও জোরদার করার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী জানান, দেশে উৎপাদনের প্রসারে ১৪টি ক্ষেত্রে প্রায় ২ লক্ষ কোটি টাকার উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নাগরিক-কেন্দ্রিক পরিষেবায় অপ্টিকাল ফাইবারের ব্যবহার, ই-বর্জ্য ব্যবস্থাপনা, চক্রাকার অর্থনীতি এবং বৈদ্যুতিন গতিময়তার মতো ক্ষেত্রগুলিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবপক্ষকে পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা শ্রী কে বিজয় রাঘবন ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার লক্ষ্যে এক সংক্ষিপ্ত বিবরণী পেশ করেন। ওয়েবিনারের দ্বিতীয় পর্বে ৪টি বিষয় নিয়ে পৃথক পৃথক আলোচনাসভার আয়োজন করা হয়। এই আলোচনাসভাগুলিতে টেলিযোগাযোগ দপ্তর, ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা দপ্তর তথা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রেল তথা যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ওয়েবিনারে সমাপ্তি ভাষণ দেন। তিনি বলেন, স্পেকট্রাম ব্যবহার, গবেষণা ও উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের ভূমিকা এবং সৃজনশীল সামগ্রীর উৎপাদনের মতো বিষয়গুলি নিয়ে সবপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এই প্রেক্ষিতে শ্রী বৈষ্ণব শিল্প সংস্থাগুলিকে উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচির সুবিধা গ্রহণে উৎসাহ দেন।
CG/BD/SB
(Release ID: 1802690)
Visitor Counter : 171