কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

কয়লা মন্ত্রক কয়লাকে গ্যাসে রূপান্তর নিয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারের আয়োজন করছে

Posted On: 02 MAR 2022 11:26AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০২ মার্চ, ২০২২

 

বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত ১লা ফেব্রুয়ারি বলেছিলেন যে, প্রযুক্তিগত এবং আর্থিক বিকাশের স্বার্থে শিল্প স্থাপনের জন্য কয়লাকে গ্যাসে এবং রাসায়নিক পদার্থে রূপান্তরের জন্য চারটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই ঘোষণা অনুসারে কয়লা মন্ত্রকের পক্ষ থেকে ৪ মার্চ, ২০২২ একটি বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে। এই ওয়েবিনারে শিল্প, শিক্ষা, গবেষণা সংস্থা এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের পরামর্শদাতাদের পাশাপাশি রাজ্য সরকারের আধিকারিক ও অন্যান্য নীতিনির্ধারকরাও যোগ দেবেন। কয়লা মন্ত্রক আয়োজিত এই ওয়েবিনারে ৫৯ জন বিশেষজ্ঞ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। কয়লা মন্ত্রকের সচিব ডক্টর অনিল কুমার জৈন মডারেটর হিসেবে থাকবেন।

এই ওয়েবিনারে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তার মধ্যে রয়েছে,

১) কয়লার প্রাপ্যতা নিশ্চিত করা।

২) অপারেশন/ নীতি সহায়তা বিষয়ক অর্থনীতি।

৩) গ্যাসে রূপান্তর সংক্রান্ত পণ্য বিপণন।

৪) বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি।

৫) সরকারি এবং বেসরকারি খাতে গ্যাসিকরণের জন্য দেশীয় প্রযুক্তির উন্নয়ন।

৬) কয়লা থেকে নীল হাইড্রোজেন উৎপাদন।

দেশে মোট ৩০৭ বিলিয়ন টন থার্মাল কয়লা মজুত রয়েছে। উৎপাদিত কয়লার প্রায় ৮০ শতাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে ব্যবহার করা হয়। কয়লা এমন একটি সম্পদ যাতে ভারতে বেশ সমৃদ্ধ। সরকার শক্তি উৎপাদন ছাড়াও অন্যান্য উদ্দেশ্যেও এর ব্যবহার করতে চায়। জলবায়ু পরিবর্তন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির বিকাশের বিষয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে। বিষয়টি নিয়ে সকলেই উদ্বিগ্ন। কয়লাকে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করার জন্য ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। সেই হিসাবে কয়লাকে গ্যাসে রূপান্তর একটি বিকল্প পথ বলা যেতে পারে।

কয়লা থেকে উৎপাদিত সিন গ্যাস গ্যাসীয় জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। যেমন, নীল হাইড্রোজেন। আবার বিকল্প প্রাকৃতিক গ্যাস হিসেবেও ব্যবহার করা যায়। এই সব পণ্য আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে স্বয়ংসম্পূর্ণতার দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

এইসব উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে কয়লা মন্ত্রক কয়লাকে গ্যাসে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। তাই ২০৩০ সালের মধ্যে ১০০ মেট্রিক টন কয়লা রূপান্তরের লক্ষ্য অর্জনের জন্য জাতীয় মিশন নথি তৈরি করা হয়েছে। যে কারণে কয়লা ব্লক নিলামের ক্ষেত্রে ছাড় প্রদান করার ব্যবস্থা করা হয়েছে।

এই ওয়েবিনারের মাধ্যমে কয়লা মন্ত্রক রূপান্তরের ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে।

 

CG/ SB



(Release ID: 1802399) Visitor Counter : 196


Read this release in: English , Urdu , Hindi , Punjabi