ভূ-বিজ্ঞানমন্ত্রক
আন্তর্জাতিক বর্ষা প্রকল্প কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে
प्रविष्टि तिथि:
28 FEB 2022 8:15PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে আন্তর্জাতিক বর্ষা প্রকল্প কার্যালয়, ইন্টারন্যাশনাল মনসুনস প্রজেক্ট অফিস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় সরকারের ভূ মন্ত্রকের অধীনে পুনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজিতে এই ইন্টারন্যাশনাল মনসুনস প্রজেক্ট অফিস গড়ে তোলা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য একে সাহায্য করা হবে। এই কার্যালয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বর্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হবে। জলবায়ু সংক্রান্ত গবেষণায় এই কার্যালয়কে কাজে লাগানো হবে। ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড ওয়েদার রিচার্জ প্রোগ্রাম, এ দুটিই রাষ্ট্রসঙ্ঘের বিশ্ব আবহাওয়া সংস্থা দ্বারা সমন্বিত আন্তর্জাতিক প্রোগ্রাম।
দেশে ইন্টারন্যাশনাল মনসুনস প্রজেক্ট অফিস স্থাপনের অর্থ বর্ষার সময় ঋতু পরিবর্তনশীলতা সমাধানের ক্ষেত্রে একটি সমন্বিত বৈজ্ঞানিক পদ্ধতির প্রসার ঘটাতে সাহায্য করবে। এই কার্যালয়ের মাধ্যমে বর্ষা এবং ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি বর্ষা সংক্রান্ত গবেষণা আরও শক্তিশালী করা সম্ভব হবে।
নতুন এই কার্যালয়টির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, বর্ষা সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে এই কার্যালয়ের ব্যাপক গুরুত্ব রয়েছে। যা নির্বিঘ্নে বর্ষা গবেষণার ক্ষেত্রে কাজ করবে। এই ধরনের কার্যালয় স্থাপনের মাধ্যমে বিশ্বব্যাপী বর্ষা গবেষণাকে গতি এনে দেবে। যা আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে সুবিধা প্রদান করবে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1801984)
आगंतुक पटल : 290