বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং উদ্ভাবনের সঙ্গে যুক্ত স্টার্টআপগুলিকে আরও বেশি অনুসন্ধান ও ছাত্র-ছাত্রীদের পরামর্শ দানের আহ্বান জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এক অনুকূল স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন
Posted On:
26 FEB 2022 11:21AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং উদ্ভাবনের সঙ্গে যুক্ত স্টার্টআপগুলিকে আরও বেশি অনুসন্ধান ও ছাত্র-ছাত্রীদের পরামর্শ দানের আহ্বান জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এক অনুকূল স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। তিনি আজ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সিএসআইআর আয়োজিত জাতীয় স্তরের জিজ্ঞাসা বিজ্ঞান মহোৎসব ২০২২ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করে ভাষণ দিচ্ছিলেন।
ডাঃ সিং ছাত্র-ছাত্রীদেরকে পরামর্শ দেওয়ার কাজ অব্যাহত রাখার জন্য সিএসআইআর-এর জিজ্ঞাসা দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সিএসআইআর-এর জিজ্ঞাসা দলের এই প্রয়াস বিভিন্ন চ্যালেঞ্জ সমাধানে ভারতকে সাহায্য করবে এবং ভারত এক্ষেত্রে বিশ্বের অগ্রণী দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জিজ্ঞাসা দলে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরী, যাতে দেশ প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রেই আরও অগ্রসর হতে পারে। সিএসআইআর-এর জিজ্ঞাসা বিজ্ঞান মহোৎসব ২০২২-এর সূচনা হয় গত তেসরা জানুয়ারি। সারা দেশে বুটক্যাম্পের মাধ্যমে ২০ হাজারের বেশি ছাত্র-ছাত্রীকে সিএসআইআর-এর এই প্রয়াসে সামিল করা হয়। মন্ত্রী আরও জানান, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, জল সংরক্ষণ, বিপর্যয়ের প্রভাব হ্রাস এবং কৃষি-প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলি নিয়ে সাতটি বুটক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পগুলির মাধ্যমে বিশেষজ্ঞরা সমসাময়িক উপরোক্ত বিষয়গুলি নিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেন।
ডাঃ সিং আরও বলেন, দেশে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমূলক মানসিকতার প্রসারে সিএসআইআর-এর ভার্চুয়াল ল্যাব আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সিএসআইআর-এর এই ভার্চুয়াল ল্যাবের সূচনা হয় গত বছরের ২২ নভেম্বর। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে জিজ্ঞাসা দলের সরাসরি মতবিনিময় হয়েছে। এই মতবিনিময় থেকে ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়েছে। আইআইটি বোম্বের সঙ্গে সহযোগিতায় এই ভার্চুয়াল ল্যাব গড়ে তোলা হয়েছে। এর ফলে, বিজ্ঞানমূলক বিভিন্ন বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীল ধ্যান ধারণার প্রসারে এই ল্যাব অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।
সিএসআইআর-এর জিজ্ঞাসা বিজ্ঞান মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় স্তরে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাতে বিজয়ী তিনজন ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ডাঃ সিং এক লক্ষ টাকা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সিএসআইআর-এর মহানির্দেশক ডঃ শেখর সি মান্ডে বলেন, তাঁর প্রতিষ্ঠানের এই ভার্চুয়াল ল্যাব আইআইটি বোম্বে, মাইগভ প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং অটল ইনোভেশন মিশনের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলেছে।
CG/BD/AS/
(Release ID: 1801363)
Visitor Counter : 104