প্রতিরক্ষামন্ত্রক

প্যারাসুট রেজিমেন্টকে প্রেসিডেন্টস কালার্স প্রদান করলেন সেনাপ্রধান

Posted On: 23 FEB 2022 3:21PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৩ ফেব্রুয়ারি, ২০২২

 

প্যারাসুট রেজিমেন্টের চারটি ব্যাটেলিয়নকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কালার্স প্রদান করলেন সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে। এই চারটি ব্যাটেলিয়ন হল ১১ প্যারাসুট (স্পেশাল ফোর্সেস), ২১ প্যারাসুট (স্পেশাল ফোর্সেস), ২৩ প্যারাসুট এবং ২৯ প্যারাসুট। বেঙ্গালুরুতে প্যারাসুট রেজিমেন্ট ট্রেনিং সেন্টারে আজ এক আকর্ষণীয় কুচকাওয়াজ অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। 

প্যারাসুট রেজিমেন্ট হল ভারতীয় সেনাবাহিনীর একটি মর্যাদাপূর্ণ রেজিমেন্ট। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী ভারতে বিভিন্ন অভিযানে এদের রেকর্ড ঈর্ষনীয়। গাজা, কোরিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কচ্ছের রণ, সিয়াচেন, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড, অসম সহ বিভিন্ন বৈচিত্রপূর্ণ এলাকায় নানা অপারেশনে এই রেজিমেন্ট প্রভূত খ্যাতি অর্জন করেছে। স্বাধীনতার পর এই রেজিমেন্টের ব্যাটেলিয়নগুলি ৩২ জন সেনাপ্রধানের প্রশস্তিপত্র পেয়েছে। অসাধারণ শৌর্য ও বীরত্বের জন্য এর জওয়ানরা ৮টি অশোক চক্র, ১৪টি মহাবীর চক্র, ২২টি কীর্তি চক্র, ৬৩টি বীর চক্র, ১১৬টি শৌর্য চক্র এবং ৬০১টি সেনা মেডেলে ভূষিত হয়েছেন। 

কুচকাওয়াজ পরিদর্শনের পর সেনাপ্রধান প্যারাসুট রেজিমেন্টের বীরত্ব, ত্যাগ ও ঐতিহ্যের সমৃদ্ধ উত্তরাধিকারের উল্লেখ করেন। স্বল্প সময়ের মধ্যে নবগঠিত ইউনিটগুলির চমৎকার কাজের জন্য তাদের প্রশংসা করেন সেনাপ্রধান এবং রেজিমেন্টের সবাইকে গর্বের সঙ্গে জাতির সেবা করার জন্য তাঁর শুভেচ্ছা জানান। 

 

 CG/SD/AS/



(Release ID: 1800744) Visitor Counter : 145