প্রতিরক্ষামন্ত্রক

আগামী ২৫-শে ফেব্রুয়ারি জাতীয় যুদ্ধ স্মারকস্থলের তৃতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ থেকেই স্কুল ব্যান্ড পরিবেশনা শুরু হয়েছে

Posted On: 23 FEB 2022 3:16PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৩ ফেব্রুয়ারি,  ২০২২

 

আগামী ২৫-শে ফেব্রুয়ারি জাতীয় যুদ্ধ স্মারকস্থলের তৃতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আজ থেকেই স্কুল ব্যান্ড পরিবেশনা শুরু হয়েছে । শিক্ষা মন্ত্রক এবং দিল্লি সরকারের সঙ্গে পরামর্শ করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(সিবিএসই) এই স্কুল ব্যান্ড পরিবেশনার সময়সূচি প্রস্তুত করেছে । উল্লেখ্য, আগামী ২৫-শে ফেব্রুয়ারি দেশের অন্যতম স্মৃতিসৌধ জাতীয় যুদ্ধ স্মারকস্থলের তৃতীয় বর্ষ উদযাপন করা হবে । 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের ২৫-শে ফেব্রুয়ারি জাতীয় যুদ্ধ স্মারকস্থলকে জাতির উদ্দেশে উৎসর্গ করেছিলেন । প্রতিরক্ষা মন্ত্রক তাই এবার শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় জাতীয় যুদ্ধ স্মারকস্থলে স্কুল ব্যান্ড পরিবেশনার সিদ্ধান্ত নিয়েছে । এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, কর্তব্যের প্রতি নিষ্ঠা, সাহস এবং ত্যাগের মূল্যবোধ জাগ্রত করা । বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে দেশের স্মৃতিসৌধের বিষয়ে অনুভূতি জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এরফলে শিক্ষার্থী এবং যুব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে , জাতীয়তাবোধ গড়ে উঠবে । 

শিক্ষা মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগগুলিকে তাদের নিজ নিজ রাজ্যের বিদ্যালয় থেকে একটি করে ব্যান্ড বেছে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে । এরজন্য জাতীয় যুদ্ধ স্মৃতি ও সংগ্রহশালার অধিকর্তা ও  সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের সঙ্গে সমন্বয় সাধনেরও কথা বলা হয়েছে । 

 

CG/SS/RAB



(Release ID: 1800735) Visitor Counter : 119